22 C
New York
Wednesday, January 15, 2025
Homeঅর্থনীতিসেনাবাহিনীর স্কুলের চাকরি ছেড়ে মানুষকে স্বনির্ভর করে তোলার দিশা দেখাচ্ছেন ব্যারাকপুরের সুবীর

সেনাবাহিনীর স্কুলের চাকরি ছেড়ে মানুষকে স্বনির্ভর করে তোলার দিশা দেখাচ্ছেন ব্যারাকপুরের সুবীর

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: পরিবারে সকলেই ছিলেন সামরিক বাহিনীতে কর্মরত। তিনি নিজেও দীর্ঘ সময়ে সামলেছেন সেনাবাহিনীর স্কুলে উচ্চপদস্থ কর্মীর পদ। দীর্ঘদিন চাকরি করার পর তাঁর মনে হয়েছে ছেলে মেয়েদের লেখাপড়া শেখা যতটা জরুরি ঠিক ততটাই জরুরী স্বাবলম্বী হওয়া। তাই সেনাবাহিনীর স্কুলের চাকরি ছেড়ে মানুষকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বেছে নিয়েছেন এক নতুন পেশা। যেই পেশায় আজ তিনি যেমন উচ্চপর্যায় স্বাবলম্বী ঠিক তেমনই শুধু জেলা নয়, এমনকি এই রাজ্যেরও নয় ভিন রাজ্যের মানুষেরাও আজ স্বাবলম্বী। যিনি এই স্বাবলম্বী হওয়ার দিশা দেখাচ্ছেন তিনি উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের বাসিন্দা সুবীর  ভট্টাচার্য। পলতা বাদামতলা এয়ারফোর্স স্কুল গেটের সামনে থাকা তাঁর প্রতিষ্ঠানের নাম স্মার্ট এন্টারপ্রাইজ।

এদিন সুবীর বাবু জানান, তিনি স্কুলের চাকরি ছেড়ে নিজেদের তৈরি গার্মেন্টস অর্থাৎ জামাকাপড়ের ব্যবসা শুরু করেছেন। সুবীর বাবুর বলেন, “পোশাক উৎপাদন থেকে বিক্রেতা হাতে পৌঁছে যাওয়ার আগে মধ্যবর্তী সময় বেশ কিছুটা লভ্যাংশ চলে যায় তৃতীয় ব্যক্তির হাতে। এর ফলে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হন উৎপাদন বিভাগ থেকে বিক্রেতারা। স্মার্ট এন্টারপ্রাইজ দেখাচ্ছে নতুন লক্ষ্য। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এই স্মার্ট এন্টারপ্রাইজ। ব্যবসার ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বহু মূল্যবান পরামর্শ দিয়ে  ব্যবসায় সঠিক দিশা দেখাই। কোন পোশাক বিক্রি করে কম সময়ে লক্ষ্মী লাভ করা যেতে পারে রয়েছে তারও পরামর্শ । ক্যাশ অন ডেলিভারীর(Cash On Delivery) মতো বিশেষ সুবিধা পাওয়া যায় এখানে। যার মাধ্যমে ঘরে বসেই রয়েছে ব্যবসা করার সুবর্ণ সুযোগ। রাজ্য ও রাজ্যের বাইরেও বহু মানুষ এই ব্যবসার সাথে জড়িত হয়ে আর্থিক ভাবে উন্নতি লাভ করেছেন। স্মার্ট এন্টারপ্রাইজের তৈরি পোশাক ছড়িয়ে পড়েছে সুদূর কাশ্মীর থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সহ আসামের মতো ভিন রাজ্যে।”

 এদিন স্মার্ট এন্টারপ্রাইজের অফিসে দেখা হল হাওড়া জেলায় আমতার গৃহবধূ পারমিতা প্রধানের সাথে। কথা বলতে গিয়ে পারমিতা দেবী জানান, “স্বামী অসুস্থ হয়ে যাওয়ায় একটা সময় কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। দরকার ছিল একটি কাজ যার মাধ্যমে সংসার খরচ থেকে স্বামী চিকিৎসা উভয় চালান সম্ভব। এমন সময় স্মার্ট এন্টারপ্রাইজে কথা জানতে পেরে যোগাযোগ করেন পারমিতা। কম পুঁজি নিয়ে ব্যবসায় নামলেও আজ তিনি আর্থিক দিক থেকে অনেকটাই স্বচ্ছল।

 আরও একজন ক্রেতা, মালদা জেলার চাঁচলের বাসিন্দা প্রভাত দাস জানান, ছোট থেকেই ব্যাবসার প্রতি ছিল তার বাড়তি আকর্ষণ। স্নাতকোত্তর প্রভাত, কলেজের গণ্ডি কাটিয়ে এই ব্যবসায় জড়িত হন। বিশেষ যত্ন নিয়ে ব্যবসায় সঠিক দিশা দেখান সুবীর বাবু। ছোটদের পোশাক থেকে মহিলাদের পোশাক সব কিছুই এখন ক্যাশ অন ডেলিভারির মাধম্যে ঘরে বসেই পেয়ে যাচ্ছেন চাঁচলের প্রভাত দাস। ফলস্বরূপ ব্যবসায় ঘটেছে আর্থিক উন্নতি। ব্যবসায় উন্নতির পিছনে স্মার্ট ইন্টারপ্রাইজ এর অবদান অনেকটাই। তার জন্য স্মার্ট ইন্টারপ্রাইজ এর কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ অভয় দাস।

খবর এইসময়ের তরফে সুবীর বাবুকে কুর্নিশ তাঁর এই মানুষকে স্বনির্ভর করে তোলার উদ্যোগ সফল করার জন্য।

- Ad -

Latest articles

Ravichandran Ashwin: “আমি আরও খেলতে পারতাম কিন্তু…”, অবসরের পেছনের পুরো সত্যটা প্রকাশ করলেন অশ্বিন

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত। এই সফরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও...

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...

More like this

Ravichandran Ashwin: “আমি আরও খেলতে পারতাম কিন্তু…”, অবসরের পেছনের পুরো সত্যটা প্রকাশ করলেন অশ্বিন

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত। এই সফরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও...

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...