T20 World Cup: নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের সম্ভাবনা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

BANNED24

টি২০ বিশ্বকাপের (T20 World Cup) নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটের পথে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ করে ৫ উইকেটে ১৫৯ রান। সাকিব আল হাসান ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন, সঙ্গে তানজিদ হাসান তামিমের ৩৫ রান আর মাহমুদউল্লাহর ২৫ রানে ভর করে লড়াই করার মতো টোটাল সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলাররা নেদারল্যান্ডসকে বেঁধে রাখে ৮ উইকেটে মাত্র ১৩৪ রানে। চার ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন।

দীর্ঘদিন ধরেই রানের খরায় ভুগছিলেন সাকিব। সমালোচনাও  হচ্ছিল তাকে নিয়ে। কিন্তু, সব সমালোচনার জবাব দিলেন সাকিব চমৎকার এক ইনিংস খেলে। ম্যাচের সেরা হওয়ার পুরস্কার নিতে এসে সাকিব বলেছেন, ‘শীর্ষ চার ব্যাটসম্যানের কারও একজনকে গোটা ইনিংস ব্যাট করতে হতো। দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। শুরুতে এ উইকেটে ব্যাট করাটা কঠিন ছিল। তবে আমরা আমাদের নার্ভ ধরে রেখেছি। আমাদের রানটা ছিল একটা চ্যালেঞ্জিং স্কোর, নিশ্চিত জয়ের মতো রান ছিল এটা বলা যায় না। তবে বোলাররা ওদের ভালোভাবেই চেপে ধরেছে, মোস্তাফিজ আর রিশাদ ম্যাচটা ওদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে।’

ম্যাচের শেষে জয়ী দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এসে বলেছেন, ‘ছেলেরা চমৎকার চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। সাকিব শান্ত আছে আর আমরা জানি সে কতটা গুরুত্বপূর্ণ। দিন শেষে ব্যাটসম্যান ও বোলার সবাই ভালো করেছে। মোস্তাফিজ ভালো করেছে, রিশাদ সব বোলারের মতোই দারুণ বল করেছে।’

তিন ম্যাচ থেকে প্রাপ্ত দুই জয়ে বাংলাদেশ সুপার এইটে দিয়ে রাখল এক পা আর তিন ম্যাচে দুই হার আর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবেই ডাচদের সুপার এইটের সম্ভাবনার সমাপ্তি।

Google news