T20 World Cup: সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের বিদায়

গ্রুপপর্বে (T20 World Cup) টানা চার ম্যাচ জিতলেও সুপার এইটে প্রথম ম্যাচেই হোঁচট খায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণে শঙ্কা জাগে সেমিতে ওঠার। সেই শঙ্কা দূর করে আসরজুড়ে চমক দেখানো যুক্তরাষ্ট্রের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমির দৌড়ে টিকে রইল রোভম্যান পাওয়েলের দল।

শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের ব্যর্থতায় সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১২৮ রান তোলে যুক্তরাষ্ট্র। জবাবে মাত্র ৬৫ বলে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। ৯ উইকেটের জয়ে সুপার এইটের আশা জিইয়ে রাখল দলটি। আর টানা দুই হারে যুক্তরাষ্ট্রের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল।

১২৯ রানের সহজ লক্ষ্য তাড়া নেমে জনসন চার্লসকে নিয়ে পাওয়ারপ্লেতে ৫৮ রান তোলেন শাই হোপ। এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ের পর ব্যক্তিগত ১৫ রানে বিদায় নেন চালর্স। তবে, তিনি আউট হলেও পুরান এসে ফের ঝড়ো ব্যাটিংয়ে দলকে ৯ উইকেটের জয় উপহার দেন। ৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট ৭৫। জয়ের জন্য দরকার ৭২ বলে ৪৯। হোপ-পুরান এখান থেকে বাকি কাজ সেরেছেন মাত্র ১৭ বলে।

টি২০বিশ্বকাপে (T20 World Cup) এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। ৩ রানে টেইলের আউটের পর ভালো কিছু বার্তা দিচ্ছিলেন আন্দ্রে গুস ও নিতিশ কুমার। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লের ৬ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। তবে নিতিশকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন গুদাকেশ মোটি। ফেরার আগে ১৯ বলে ২ চারের মারে ২০ রান করেন নিতিশ।

এরপর ব্যাটিং বিপর্যয় শুরু হয় যুক্তরাষ্ট্রের। ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক গাউসও ১৬ বলে ২৯ রানে ফেরেন। তাকে ফেরান আলজারি জোসেফ। ৫ রানের মাথায় ফেরেন অধিনায়ক অ্যারন জোন্সও। বিশ্বকাপের সহ-আয়োজকদের মিডল-অর্ডার গুড়িয়ে দেন চেজ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। মাঝের দিকে মিলিন্দ কুমার ও স্ক্যালউইকের ক্যামিওতে তিন অঙ্কের কোটা পেরোয় আইসিসির সহযোগী দেশটির সংগ্রহ। শেষ দিকে বাকি ব্যাটাররা ইনিংস বড় করতে না পারায় ১ বল বাকি থাকতেই ১২৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

এরপর দলীয় ৬০ রানে আলজারি জোসেফের বলে ফেরেন আক্রমণাত্মক খেলতে থাকা গুস। ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রানে ফেরেন তিনি। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে চাপে পড়ে যায় তারা। শেষমেশ ১২৮ রানে থামে তারা। ১৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন রোস্টন চেজ। ম্যাচের সেরাও তিনি।

Google news