T20 World Cup: সুপার এইটের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে কি নিয়ম রেখেছে আইসিসি?

RainT20WC 24

এবারের টি২০ বিশ্বকাপে (T20 World Cup) দলগুলোর ফলাফলে বেশ প্রভাব ছিল বৃষ্টির। গ্রুপপর্বের ৪০টি ম্যাচের মধ্যে চারটি ম্যাচই বৃষ্টির বাধায় পণ্ড হয়ে গিয়েছে। বেশ কয়টি দলের বাদ পড়ার কারণও ছিল এই বৃষ্টি। গ্রুপ পবের্র পর টি২০ বিশ্বকাপ এবার সুপার এইট। এই রাউন্ডে একাধিক ম্যাচের ভাগ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। প্রশ্ন হলো, যদি কোনও ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়, তবে কী হবে?

সূচি অনুযায়ী, সুপার এইটের ম্যাচগুলি হবে বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগায়। এই চার জায়গাতেই জুন মাসের বাকি দিনগুলোতে আছে বৃষ্টির সম্ভাবনা। এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। কোনো ম্যাচেই নেই রিজার্ভ ডে’র ব্যবস্থা। এর ফলে ম্যাচ পরিত্যক্ত হলে দু’দলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেবে। যা বড় দলগুলোকে বিপাকে ফেলতে পারে।

সাধারণত বৃষ্টির কারণে ফলাফলের জন্য দুটি দলকে ন্যূনতম ৫ ওভার করে ব্যাটিং করতে হবে। অবশ্য সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভার। কারণ সেই ম্যাচগুলোতে আছে রিজার্ভ ডে। এবারের বিশ্বকাপে শুধুমাত্র দুটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ম্যাচ দুটি হচ্ছে প্রথম সেমিফাইনাল ও ফাইনাল। এ ছাড়া দ্বিতীয় সেমিফাইনালেও নেই কোনো রিজার্ভ ডে। সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকা দল যাবে ফাইনালে।

জানা গেছে, ব্রিজটাউনের আকাশে আগামী কয়েকদিন ঘন কালো মেঘ থাকবে। এছাড়া আগামী শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওইদিন সেখানে ম্যাচ খেলবে ভারত-আফগানিস্তান। এ ছাড়া বাকি ভেন্যুগুলোতেও বৃষ্টির জোর সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া পূর্ভাবাস বিষয়ক ওয়েবসাইটগুলো।

Google news