Barrackpore Police commissionerate: ব্যারাকপুর পুলিশ হোমের কচিকাঁচাদের বইমেলা দর্শন

 

 

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুর: উত্তরে বিজপুর থেকে দক্ষিণে দমদম সর্বত্রই খুন, ডাকাতি,বোমাবাজির মত দুষ্কৃতিদের রোজকার ঘটনায় খবরের শিরোনামে ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ব্যারাকপুরে আসতেই বেশ কিছুটা হলেও দুষ্কৃতিদের দমন করার পাশাপাশি নানারকম সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সাথে মিশে গিয়েছেন পুলিশ।  চোর গুন্ডা বদমায়েশ শায়েস্তা করা যেমন পুলিশের কাজ তেমনই ইস্কুল কলেজের ছাত্র ছাত্রীদের  সুস্থ্য সমাজ গড়ে তোলা এবং নারী ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতার পাঠ দেওয়াটা যে পুলিশের কাজ সেটা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

 

কলকাতা বইমেলায় ঘুরে পছন্দমতো বই কিনল ব্যারাকপুরের দু’টি হোমের ২৫ জন খুদে। এই প্রথম তাদের বইমেলা দর্শন, সৌজন্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বৃহস্পতিবার দুপুরে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এই হোম দু’টির আবাসিকদের বইমেলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কমিশনারেটের সদর দফতর থেকে একটি বেলুন লাগানো বাসে পুলিশ কর্মীরা ওই ২৫ জনকে নিয়ে বইমেলায় যান। সেখানে বোমাকে বল ভেবে তুলে না নেওয়া এবং নারী ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতার পাঠ দেওয়া হয়। মেলার বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে বই কিনে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকেই। পুলিশ কমিশনার বলেন, “হোমে থাকা এই শিশুদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে ও বর্তমান প্রজন্মের কাছে বই আমাদের শ্রেষ্ট বন্ধু এই বার্তা দিতে এমন উদ্যোগ নেওয়া। বইমেলার কথা ওরা শোনে এ বার নিজেরাই ঘুরে দেখল।” রঙিন মলাটের নতুন বই পেয়ে খুশি হোমের কচিকাঁচারা।