সমীর সাহা, নবদ্বীপঃ শ্রীচৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে যেমন চাঁদ কাজীকে বুকে টেনে নিয়ে ছিলেন। তেমনই বৈষ্ণবতীর্থ নদীয়ার নবদ্বীপের একটি সুপ্রাচীন বৈষ্ণবীয় মন্দিরের প্রধান প্রভুপাদ মিহির মাধব চক্রবর্তী গোস্বামী আজ সোমবার রাখিবন্ধন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবদ্বীপের বৈষ্ণব পরিবার কাছে টেনে নিলেন মুসলিম ভাইদের।
শুধু রাখি নয় মারণ রোগ করোনা ভাইরাস থেকে সাবধানতা অবলম্বন করতে “রাখি পুর্ণিমায় মাস্ক বন্ধন” লেখা মাস্ক পরিয়ে দিলেন একে অপরকে। এদিনের নবদ্বীপ বৌবাজার চিন্তামনি কুঞ্জ নামে প্রাচীন এক বৈষ্ণবীয় মন্দিরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পৌরপ্রশাসক বিমানকৃষ্ণ সাহা, চিন্তামনি কুঞ্জের প্রভুপাদ মিহির মাধব চক্রবর্তী, শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

মারণ রোগ করোনা থেকে বাচঁতে পরিয়ে দেওয়া হয় মাস্ক। সোমবার সকালে সাম্প্রদায়িক সম্প্রীতির এমনই অনন্য এক নজির ধরা পড়ল বৈষ্ণবতীর্থ নদিয়ার নবদ্বীপে। সোশ্যাল ডিস্ট্যান্স মেনে এরপর উভয় সম্প্রদায়ের ভাই-বোনেরা একে অপরের হাতে রাখি এবং মাস্ক পরিয়ে দূর থেকেই করজোড়ে প্রণাম নিবেদন করলেন। এরপর হাতে হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হল উপস্থিত সকলকেই।