Shootout: পানিহাটির সদ্য জয়ী তৃণমূল কাউন্সিলারকে মাথায় গুলি করে খুন


নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সদ্য জয়ী তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, এদিন সন্ধ্যাবেলায়  স্থানীয় হরিসভায় একটি দলীয় মিটিং সেরে বাড়িতে ফিরে আসেন। এরপর ফের বাড়ি থেকে বেড়িয়ে কাছেই একটি ওষুধের দোকানে  যান। সেখান থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

সূত্রে খবর, অনুপম দত্ত বাইকে করে ফেরার সময় দুষ্কৃতীরা পিছন থেকে গুলি চালায়। একটি গুলি তার মাথায় লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অনুপম । এর পরে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থক এবং মানুষজন তাকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ,সেখান থেকে পরে তাকে নিয়ে যাওয়া হয় বেলঘড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে (জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল) এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অনুপমের মৃত্যুতে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনার প্রতিবাদে আগরপাড়ায়  স্থানীয় বিটি রোড অবরোধ করে উত্তেজিত তৃণমূল কর্মীরা।  ওই ঘটনার পরই ঘটনাস্থলে আসেন  ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পুলিশের শীর্ষকর্তারা। ওই এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে শনাক্ত করানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Google news