ইন্টারন্যাশনাল ডেস্কঃ ঘটনাটি কোন রুপালি পর্দার চিত্রনাট্য নয়। গল্প মনে হলেও আসলে তা বাস্তব ঘটনা। সংবাদ সংস্থা সিএনএন খবর অনুযায়ী বুধবার আমেরিকার লাস ভেগাস থেকে ওহয়ো প্রদেশের কলম্বাস উদ্দ্যেশে টেক অফ করেছিল বিমানটি। ৬০১৩ সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স সংস্থার বিমানটি টেকঅফ সফল ভাবে করলেও, বিপত্তি হয় তার কিছু সময় পর।
হঠাৎই পেটের সমস্যায় কর্মক্ষম হয়ে পড়ে বিমানের চালক। চালকের সেই মুহূর্তে প্রয়োজন এয়ার এম্বুলেন্স ।খবর চাউর হতে রীতিমতো চোখ কপালে ওঠে যাত্রীদের। বিমানের ভিতর শুরু হয় তীব্র চাঞ্চল্য। যাত্রী হিসেবে ওই বিমানে উপস্থিত ছিলেন পেশায় দক্ষ বিমান চালক। শেষমেষ তিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। সহকারী চালকে পাশে নিয়ে জরুরি অবতরণ করে বিমানটি। প্রায় ১ঘন্টা ১৭মিনিট শূন্যে ভাসমান ছিল বিমানটি।
যাত্রীরা জানায় কর্মরত বিমান কর্মীরা চালকের অসুস্থ হওয়ার খবর ঘোষণা করে। শুশ্রুষা করার উদ্দেশ্যে চালকে বিমানের পিছনে নিয়েও যাওয়া হয়। যাত্রীর মধ্যে এক নার্স থাকায় তিনিও এগিয়ে আসেন।
সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স সংস্থার মুখপাত্র ‘ক্রিস পেরি’ ঘটনায় ওই পাইলট ও নার্সের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যাত্রী হিসাবে পাইলটের প্রশংসা করেন যাত্রী সহ অন্যানরা।
An off-duty pilot who was a passenger on a Southwest Airlines flight stepped in to help the flight crew after one of the on-duty pilots had a medical emergency mid-flight https://t.co/sqLDS5WnxJ
— CNN (@CNN) March 23, 2023