Viral Video : থানায় এসে পুলিশকে মারধর যুবকের, ভাইরাল সেই ভিডিও

খবর এইসময় ডেস্কঃ যেন এক হিন্দি সিনেমার দৃশ্য!  ঠিক সিনেমায় যেমনটি দেখা যায় যে,নায়ক থানায় ঢুকে ভিলেন পুলিশকে ধরে ঠেঙাচ্ছেে।  এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় চর্চিত আজ। তবে এখানে নায়ক পুলিশ এবং মারকুটে যুবক ভিলেন। যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের জামা গায়ে এক যুবক থানায় ঢুকে কর্তব্যরত পুলিশের সাথে রিতিমত মারামারি করছে ,আর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে শিহরিত হয়েছে অনেকেই। একজন কর্তব্যরত পুলিশের গালে সজোরে চর কষাতে দেখা যায় যুবকে। চলে পুলিশের সাথে যুবকের ধস্তাধস্তি। ঘটনা দেখে অন্যান্য পুলিশ কর্মীরা এগিয়ে আসেন। ঘটিনা ঘটেছে উত্তর প্রদেশের মৈনপুরী থানায়।

সংবাদ সংস্থা এএনআই-কে মৈনপুরীর অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার মধুবন কুমার জানিয়েছেন, যুবকের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের হয়েছে। থানায় যুবকে পরামর্শ দেয়ার জন্য ডেকে পাঠান হয়েছিল। পুলিশ আধিকারিকের সাথে কথা বলার সময় হঠাৎ উত্তেজিত হয়ে যায় ওই যুবক । সাথে সাথে পুলিশ আধিকারিকের উপর আক্রমন শুরু করে। এলোপাথাড়ি চড়- ঘুষি মারতে থাকে। তখন উপস্থিত অন্য পুলিশ কর্মীরা ছুটে গিয়ে ওই যুবককে ধরে ফেলে।

এএনআই সংবাদ সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করেছে সেই ভিডিও। যা দেখে রীতিমতো অবাক সাধারণ মানুষ। তবে পুলিশ প্রশাসনকে আরও বেশি করে কড়া হওয়া প্রয়োজন বলে বেশির ভাগ মানুষকে কমেন্ট করতে দেখা গিয়েছে।

Google news