Kanthi: গোটা প্রাথমিক বিভাগের পঠন পাঠন মাত্র তিনটি ক্লাসরুমে ! চরম দুর্দশার শিকার পড়ুয়ারা

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: ছাত্র ছাত্রীদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠল বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ঐতিহ্যবাহী হিন্দু বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ঘটে চলেছে কিছু নজিরবিহীন ঘটনা।

এই বিদ্যালয়ের পাঁচটি ক্লাসরুম প্রাথমিক পড়ুয়াদের জন্য বরাদ্দ থাকলেও বর্তমানে মাত্র তিনটি ক্লাসরুমে প্রাথমিক ছাত্র ছাত্রীদের পঠন পাঠন করতে হয়। ক্লাসরুমের অভাবে অধিকাংশ পড়ুয়াদের বিদ্যালয়ের বারান্দায় রোদে বসে পঠন পাঠন চালিয়ে যেতে হয় বলে অভিযোগ। বিদ্যালয় কর্তৃপক্ষের এই অমানবিক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

শুধু তাই নয় কচিকাঁচাদের জন্য পানীয় জলের সুব্যবস্থাও নেই এই বিদ্যালয়ে। ঘরের এ ভাবে মিড-ডে মিলের রান্না হয় গাছ তলায়। এমনই গুরুতর অভিযোগ করলেন বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক। এই পাশাপাশি বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানালে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। তবে এই দুর্দশার চিত্র কবে পরিবর্তন হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে।

Google news