RBI : আগামী ২২ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাবে এই ব্যাঙ্ক! গ্রাহকরা আর তুলতে পারবেন না টাকা! নির্দেশিকা RBI – এর

 

খবর এইসময় ডেস্ক:  আজকাল প্রায় সকলেই ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করে রাখেন। ভবিষ্যতের জন্য আজকাল টাকা সঞ্চয় করে রাখা অবশ্যই উচিত। রাষ্ট্রায়ত্ত  ব্যাঙ্কের পাশাপাশি যেসব ব্যাঙ্কের সুদের হার বেশি, সেইসব ব্যাঙ্কেও মানুষ বেশি অ্যাকাউন্ট খুলে থাকেন। এক কথায় বলতে গেলে গ্রাহকদের জন্য এখন ব্যাংক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার আরবিআইয়ের এক সিদ্ধান্তের জন্য বড়সড় দুঃসংবাদ পেতে চলেছেন এক ব্যাঙ্কের গ্রাহকরা। ঘটনাটি কি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আপনারা নিশ্চই জানেন, যে RBI মাঝে মধ্যেই বিভিন্ন নির্দেশিকা জারি করে যা মেনে চলতে হয় দেশের সমস্ত ব্যাঙ্ককে। এখনও পর্যন্ত একাধিক ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে RBI ( আরবিআই )। সেই ধারা অব্যাহত রেখেই চলতি মাসের শেষের দিকে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক, আবারো একটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যাঙ্কটি চলতি মাস অর্থাৎ আগামী ২২ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে। তারপর থেকে ওই ব্যাঙ্কের গ্রাহকরা তাদের টাকা জমা বা তুলতে পারবেন না। এছাড়াও গ্রাহকরা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো আর্থিক লেনদেনও করতে পারবেন না। কোন ব্যাঙ্ক বন্ধ হতে চলেছে? জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

জানা গিয়েছে, এবার আরবিআই ( RBI ) পুনেতে অবস্থিত রুপি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই রুপি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর কাছে পর্যাপ্ত মূলধন এবং উপার্জনের কোনো উপায় না থাকায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আপনি যদি ওই ব্যাংকের কাস্টমার হয়ে থাকেন তাহলে সব কাজ ছেড়ে আগে আপনার ব্যাঙ্কে জমানো টাকা তুলে নিন। আজ না কাল এই ভাবনায় কিন্তু আপনার কষ্টার্জিত টাকা আপনি হারাবেন। কারণ, আগামী ২২ সেপ্টেম্বরের পর কিন্তু ওই ব্যাঙ্কে আর কোনো কাজই হবে না।

Google news