পূর্ব মেদিনীপুরের শাসকদলে ভাঙন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ অর্ধশত কর্মীর

নিজস্ব প্রতিনিধি, তমলুকঃ   ফের পূর্ব মেদিনীপুরে দলবদল। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে ৫০ জন বিজেপিতে যোগ দিলেন। যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই বিজেপি দল শক্তিশালী হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে ৫০ জন তৃণমূল কংগ্রেস কর্মী বৃহস্পতিবার বিকেলে বিজেপিতে যোগদান করলেন।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে মঙ্গলামোড় বাসিন্দা ব্যবসায়ী শুভজিৎ ঘাঁটা ও অভিজিৎ ঘাঁটা নেতৃত্বে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। এদিন কাঁথি সাতমাইলের বিজেপি দলীয় পার্টি অফিসে বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন সাংগঠনীক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

বিজেপিতে আসা নবাগত শুভজিৎ ঘাঁটা ও অভিজিৎ ঘাঁটা জানান, শাসকদলের অত্যাচারে আমফান দুর্নীতি সহ্য করতে না পেরেই বিজেপিতে যোগদান করলেন। আগামী দিনে বিজেপি দলের হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান।

এই বিষয়ে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের প্রতিনিধি আশীষ নন্দ বলেন, যত নির্বাচন এগিয়ে আসছে ততই বিজেপিতে যোগদান হিড়িক পড়েছে। আগামী দিনে আরও অনেক তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করবে। অনেক তৃণমূল নেতা নেত্রীরা বিজেপিতে যোগদান করার জন্য যোগাযোগ শুরু করে দিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার পূর্ব মেদিনীপুরের এগরার বিশিষ্ট ল্যাপস্ক্রোপিক সার্জন ডাঃ বাদল অশ্রু ঘাটাকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করে তৃণমূল। আর কয়েক জন বিশিষ্ট জনের সঙ্গে কলকাতার তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন এগরার বিশিষ্ট ল্যাপস্ক্রোপিক সার্জন ডাঃ বাদল অশ্রু ঘাটা।

Google news