তৃতীয়ায় উদ্বোধন হল বরাহনগর ন-পাড়া দাদা ভাই সংঘ-এর পুজো মণ্ডপ

পল্লব হাজরা,বরাহনগর: প্রতীক্ষার অবসান। ঢাকে পড়লো কাঠি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মণ্ডপ গুলি ক্রমশ উদ্বোধন হতে শুরু করেছে। ইতি মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মণ্ডপ উন্মোচন হয়েছে বেশ কিছু কলকাতার নামি পুজো মণ্ডপ গুলির। তবে পিছিয়ে নেই উত্তর শহরতলির পুজো মণ্ডপ গুলি।

শুক্রবার বরাহনগর ন-পাড়া দাদাভাই সংঘ’র পুজো মণ্ডপের উদ্বোধন হয়। এদিন সন্ধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব ও তারকার হাট বসে মণ্ডপ প্রাঙ্গনে। ফিতে কেটে মণ্ডপের শুভ উদ্বোধন করেন রাজ্যের ভারপ্রাপ্ত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া, দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়, বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায়, প্রাক্তন সাংসদ ঋতব্রত ভট্টাচার্য্য, বরাহনগর পুরসভার মুখ্য প্রশাসক অপর্ণা মৌলিক, কো অর্ডিনেটর অঞ্জন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবছর বরাহনগর ন-পাড়া দাদা ভাই সংঘর ভাবনা ‘সোনার কলস’দেখতে উদ্বোধনের প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্যনীয়।

Google news