বিশ্ব জুড়ে হঠাৎ স্তব্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম


খবরএইসময়,ওয়েব ডেস্ক: আধুনিক সময়ে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমের ব্যবহার ক্রমশ বেড়ে চলেছে। তথ্য আদান প্রদান থেকে বিনোদন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত অ্যাপ্লিকেশনের গুরুত্ব অনেকটাই।

তবে সোমবার রাত ৯:১৫ নাগাদ হঠাৎই বিকল হয়ে পড়ে এই সকল মাধ্যমগুলি। যার জেরে বিপাকে পরেন লক্ষ্য-লক্ষ্য গ্রাহক। এর আগে একসঙ্গে তিনটি জনপ্রিয় প্লাটফর্ম এইভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা খুব একটা ঘটেনি । তবে কেন তা বন্ধ হল, কখনই বা সেটা চালু হবে সব নিয়েই  ব্যবহারকারীদের মধ্যে জল্পনার সৃষ্টি হয়।

গ্রাহকদের সমস্যার কথা স্বীকার করে নিয়ে দুঃখপ্রকাশ করে সংস্থাগুলি । সমস্যা দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে পুনঃরায় পরিষেবা চালু করার আশ্বাস দেন তারা।

তবে যে বিষয়টি লক্ষণীয় তা হচ্ছে আজকের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কাজ করা বন্ধ করে দিয়েছে তার সবটাই ফেসবুকের মালিকাধীন। ফেসবুক কর্তৃপক্ষ এই সংস্থাগুলি অধিগ্রহণ করার পর থেকেই এই ধরনের সমস্যা বেড়ে গিয়েছে বলে অভিযোগ ব্যবহারকারীদের।

Google news