Panihati:পানিহাটির দণ্ড উৎসবে মর্মান্তিক ঘটনা, ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত ৩, অচৈতন্য কমপক্ষে ১৫

নিজস্ব প্রতিনিধি,পানিহাটি:  আনন্দের তাল কাটল পানিহাটির ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন“চিঁড়ে উৎসব বা দন্ড মহোৎসবে”। মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত ৫০৬ তম দণ্ড উৎসব পালিত হচ্ছিল এদিন। সেই উপলক্ষে সকাল ৭ টার পর থেকেই উপচে পড়ে ভিড়। শুরু হয় চরম বিশৃঙ্খলা। একদিকে অত্যাধিক গরম, অন্যদিকে প্রচন্ড ভিড়, এই দুইয়ের চাপে অসুস্থ হয়ে প্রাণ হারান তিন পুণ্যার্থী। একজন আশঙ্কাজনক সহ আরও ১৫ জন অসুস্থ্য পুণ্যার্থীদের খড়দহের বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

উল্লেখ্য, পানিহাটির এই মেলা ৫০৬ বছরের পুরনো। পুলিশ সুত্রে জানা গিয়েছে,  ঐতিহ্যবহনকারী এই মেলায় আগে কখনও এ ধরনের দুর্ঘটনা ঘটেনি। করোনাকালে ২ বছর বন্ধ ছিল এই উৎসব। তবে এ বছর ফের শুরু হয়েছে। ফলে এই উৎসবে এ বছর প্রায় আড়াই থেকে তিন লক্ষ লোকের ভিড় হওয়ায় দর্শনার্থীদের চাপ সামলাতে হিমসিম খেতে হয়।

 

দুর্ঘটনার খবর পেতেই ছুটে আসেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, আসেন পানিহাটি পুরসভার কাউন্সেলররা।  দর্শনার্থীদের চাপ সামলাতে না পেরে পৌরসভা, বিধায়ক এবং পুলিস প্রশাসন নতুন করে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। বন্ধ রাখা হয় মন্দিরের পুজো।  ফিরিয়ে দেওয়া হচ্ছে বাকি পুণ্যার্থীদের।

এমন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, ‘পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে অত্যাধিক গরম ও আর্দ্রতাজনিত কারণে তিন জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা।’ পাশাপাশি তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এমনকি জেলা শাসক ও পুলিশ কমিশনারকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Google news