Viral Song:রাজ্য পুলিশের ট্রেনিং এর মাঝেই সুরেলা গলায় গান গেয়ে সদ্যপ্রয়াত KK- র প্রতি শ্রদ্ধাঞ্জলী

খবর এইসময় ডেস্ক: দু ‘দিন ধরে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বার বার ঘুরে ফিরে আসছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সালুয়ার ট্রেনিং সেন্টারের ক্যান্টিনে চায়ের আড্ডা চলছে। দেখে বোঝাই যাচ্ছে যে সবে মাত্র ট্রেনিং শেষ করে চা খেতে ঢুকেছেন সকলে। প্রত্যেকের শরীরেই চেস্ট নাম্বার সহ   ইউনিফর্ম রয়েছে। সকলে হাতে চায়ের চাপ নিয়ে ঘুরে ঘুরে চা খাচ্ছেন আর চেস্টনাম্বার ১৫৫ তামিম চৌধুরী নামে এক সদ্য ট্রেনিং এ আসা পুলিশকর্মী গাইছে প্রীতম চক্রবর্তীর সুরে কেকে’র গাওয়া “ম্যায় জাব ভি যাহা ভি সোচা নেহি থা” গানটি।

 

তামিমের এতটাই মিষ্টি সুরেলা গলা যে, যারা দূরে দাঁড়িয়ে শুনছিলেন তারা প্রত্যেকেই চায়ের কাপ হাতে নিয়ে তামিমের পাশে এসে শুনতে লাগলেন। আর সম্পূর্ণ গানের এই ভিডিওটি রেকর্ডিং করলেন তামিমের এক সহকর্মী ভাই । তিনিই ‘চায়ের আড্ডা আর তামিম দার গান’ শীর্ষক পোস্ট করেন তাঁর সোশ্যাল-মিডিয়ার প্রোফাইলে। যদিও তার দৌলতেই আজ সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হল তামিমের গান।

 

তামিমের গানের ব্যাপারে খোঁজখবর শুরু করতে যোগাযোগ হয় তামিমের বন্ধু অম্লান দত্তের সাথে। অম্লান বাবু খবর এইসময়ের প্রতিনিধিকে জানান, “তামীম চৌধুরী একটা গান পাগল ছেলে। ও যেমন গান গায় তেমন গীতিকার এবং সুরকারও বটে। আমরা লাইভ পারফর্মার। বহু শো করেছি আমরা। তামিম আমাদের গ্রুপের ভোকালিস্ট। আমরা ২০১৯ সালে Rock-r-Seas নামে একটি ব্যান্ড ফর্ম করি। বিভিন্ন জেলায় লাইভ পারফর্ম করেছি। কিন্তু বাঁধ সাধলো কোভিড। তারপর তামিম একটা চাকরির সন্ধান করতে শুরু করে এবং রাজ্য পুলিশে পেয়েও যায়। এখন মেদিনীপুরের সালুয়া ট্রেনিং সেন্টারে আছে। যে গানটি ওর ভাইরাল হয়েছে সেটা ওখানের ক্যান্টিনে বসেই করেছে। তামিম শুধুমাত্র গানের জন্য নিজেদের বর্ধমানের বাড়ি ছেড়ে মা – বাবাকে নিয়ে হুগলির কোনগরে চলে আসে। চাকরিটা ওর খুবই দরকার ছিল। তবে ছুটি পেলে বাড়িতে আসলেই আমার কলকাতার বাড়িতে আসে রেওয়াজ করার জন্য।”

 

 

Google news