খবর এইসময় ন্যাশনাল ডেস্ক: আবারও শিরোনামে উত্তর প্রদেশ। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রতাপগড় (Pratapgarh) জেলায় একটি যুবককে লাঠি (sticks) দিয়ে বেধড়ক মারধর (brutally thrashed) করল একদল দুষ্কৃতী (miscreants)। পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল (viral video) হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও পুলিশের নজরে আসতেই ত নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
https://twitter.com/times7_news/status/1654481408176578560?t=m5t2zkqVra01rEnSnFH7CQ&s=19
কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই যুবকের জামার কলার ধরে রয়েছে এক ব্যক্তি। আর ৬-৭ জন ব্যক্তি তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে।