Virat-Rohit’s Retirement: বিরাট-রোহিতের অবসর! কী বলছে বিসিসিআই   

Virat-Rohit's Retirement

খুব তাড়াতাড়ি নাকি অবসর নিতে চলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা (Virat-Rohit’s Retirement) । ভারতীয় ক্রিকেটের এই দুই ধ্রুবতারা নাকি শীঘ্রই ভারতীয় ক্রিকেটে প্রাক্তন হতে চলেছে। এই খবর ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমের আনাচে কানাচে। বেশকিছু অনামী নিউজ পোর্টালের এই খবরই এখন আলোড়ন ফেলেছে। তবে ভারতীয় বোর্ড-এর তরফে এই ধরণের কোনও খবর (Virat-Rohit’s Retirement) প্রকাশ্যে না আসলেও, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরে প্রকাশিত হয়েছে ভয়ানক একটি তথ্য। মোটের উপর ভারতীয় পুরুষ দলের শীর্ষে বসতে চলেছেন গৌতম গম্ভীর। তবে তিনি নাকি ভারতীয় বোর্ডের উপর চাপিয়েছে শর্ত।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ভিত্তিতে জানা গিয়েছে যে তিনি ভারতীয় বোর্ডকে দিয়েছেন পাঁচটি শর্ত।

১) ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে তাঁর নিয়ন্ত্রণে। বিসিসিআই কর্তাদের কোনও হস্তক্ষেপ তিনি মানবেন না।

২) নিজের পছন্দ মতো সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচের ব্যাপারে কারও অনুরোধ বা সুপারিশ তিনি শুনবেন না।

৩) এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নিপরীক্ষা দিতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা এবং মহম্মদ শামিকে। চার সিনিয়র ক্রিকেটারের জন্য ভারতীয় দলের দরজা তিনি ওই প্রতিযোগিতা পর্যন্ত খোলা রাখবেন। তাঁরা যদি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারেন, তা হলে বাদ পড়তে হবে।

৪)টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক দল চাই তাঁর। ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে দল নির্বাচন হবে।

৫)এখন থেকেই ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করে কাজ করতে দিতে হবে। দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

অর্থাৎ আগামী দুই বছর সময় আছে ভারতীয় দলের দুই ধ্রুবতারার হাতে। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে রয়েছে মহম্মদ শামির নাম এবং রবীন্দ্র জাদেজা। রোহিত, কোহলি, জাডেজা এবং শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাদ দেওয়ার রাস্তা এখন থেকেই খোলা রাখতে চাইছেন গম্ভীর। দায়িত্ব নেওয়ার আগেই বোর্ড কর্তাদের সম্মতি আদায় করে নিতে চান। তবে টেস্ট ক্রিকেটের দল থেকেও তাঁদের বাদ দেবেন এমন কিছু বলেননি তিনি। তা থেকে বিসিসিআই কর্তাদের একাংশ মনে করছেন, সাদা বলের ক্রিকেটের দল তরুণদের নিয়ে গড়তে চান গম্ভীর।

Google news