Weather: মঙ্গল থেকে ফের ফিরছে সে! জেনে নিন হাওয়া অফিসের আপডেট

High-Humidity-With-Maximum-

বাঙালির সুখের দিন শেষ হওয়ার মুখে। হাওয়া অফিসের সেইরকমই পূর্বাভাস (Weather)। আবার ফিরতে চলেছে গরম। শুধু তাই নয় অস্বস্তিকর গরম থাকতে চলেছে আগামী কিছুদিন। আপাতত বড় কোনও ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। ক্রিজে ফিরবে গরম। পারদ বাড়ার ইঙ্গিত রয়েছে তিন থেকে চার ডিগ্রি। তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও আগামী এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই।

হাওয়া অফিস থেকে জানা গিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে থাকবে। পরবর্তী তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই অনুপাতে বাড়তে পারে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতার জন্য ভ্যাপসা গরম থাকবে।

আরও জানা গিয়েছে যে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে বজ্রবিদ্যুত হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

 

Google news