Weather: বঙ্গে ফের ব্যাটিং করবে গরম, কী বলছে হাওয়া অফিস ?

Heat weather

ঘূর্ণিঝড় রেমালের দাপট কাটতে না কাটতেই আবহাওয়া (Weather) বদল। বঙ্গে ফের গুমোট গরম। রোদ বেশি না থাকলেও জলীয় বাষ্পের দাপটে বেড়েছে আর্দ্রতা। তার ফলে অস্বস্তিতে দক্ষিণবঙ্গবাসী। ফের কবে দেখা মিলবে বৃষ্টির, প্রশ্ন আমজনতার।

আপাতত দক্ষিণবঙ্গে মেঘ-রোদ্দুরের লুকোচুরি চলবে। তবে তাপমাত্রা (Weather) বাড়তে থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যের দিকে কলকাতা-সহ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার থেকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উপকূলের কয়েকটি জেলায় ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

আবহাওয়া-বিদদের থেকে পাওয়া তথ্যানুযায়ী, রেমাল বর্তমানে মেঘালয় ও অসমের উপর অবস্থান করছে। তার প্রভাবে অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে এই মুহূর্তে আর কোনও সতর্কতা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় রেমালের টানে অনেকটা পথ এগিয়ে এসেছে। মালদ্বীপ এবং দক্ষিণ আরব সাগরের বেশিরভাগ অংশেই পৌঁছে যাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। লাক্ষাদ্বীপ, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। আগামী ৩ দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং কেরলে পৌঁছে যাবে বর্ষা। এদিকে, উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা।

Google news