Weather Report: আকাশে কালো মেঘের ভ্রুকুটি! পুজোর মুখে ভারী বৃষ্টিপাত রাজ্যের কোন কোন জেলা? জানুন

Wether Report

ফের পুজোর আগে বৃষ্টিতে ভাসতে (Weather Report) চলেছে জেলাগুলি। শরতের ঝলমলে আকাশ সরিয়ে অসুর হয়ে দেখা দিতে চলেছে কালো মেঘ। সপ্তাহের মধ্যভাগে বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া অতি গভীর নিম্নচাপ যা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। যার প্রভাব পড়তে চলেছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের সমস্ত জেলাগুলিতে। মঙ্গল ও বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র । ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়েছে হওয়া অফিসের পক্ষ থেকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলিপুর আবহাওয়া (Weather Report) দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, বঙ্গোপসাগরে যে অতিভারী নিম্নচাপ ছিল তা উড়িষ্যার উপকূল ভাগ অতিক্রম করেছে। যার বর্তমান অবস্থান পুরী থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। ফলে উত্তাল থাকবে সমুদ্র। আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর রয়েছে নিষেধাজ্ঞা। নিম্নচাপের প্রভাবে ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিনের জেলা গুলিতে। মঙ্গলবার বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, সহ দক্ষিণ ২৪ পরগনায়। তবে বৃহস্পতিবার উত্তর ২৪পরগণা সহ বীরভূম ,বর্ধমান , নদীয়া পাশাপাশি শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলবে বৃষ্টির দাপট। দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ারে হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মঙ্গলবার থেকেই কলকাতা ও কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ থাকবে মেঘলা।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি । সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪থেকে ৯৪ শতাংশ।

Google news