Weather Update: আগামী সপ্তাহ পর্যন্ত রাজ্যে চলবে বৃষ্টি, কমলা সতর্কতা জারি হাওয়া অফিসের 

Weather Update
আগামী সপ্তাহ পর্যন্ত রাজ্য জুড়ে চলবে বৃষ্টি (Weather Update)। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। কিছু জেলায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে এই মুহূর্তে আর তাপ প্রবাহের সতর্কতা নেই। এই রকম আবহাওয়া থাকার সম্ভবনা। তবে গরম বাড়ার খুব একটা সম্ভবনা নেই বলে জানা গিয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একটি অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিম বরাবর উত্তর-পশ্চিম রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে সেই অক্ষরেখা, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে অবস্থান করছে। যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় বাংলায়। সেই জন্যই সামনের সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভবনা থাকছে বলে জানা গিয়েছে।
শুক্রবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে। শনিবার বৃষ্টিপাতের গতি বাড়বে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিতে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে জানা রাজ্যের ৯টি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যে নয় জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে, সেগুলি হল কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান। হাওয়া অফিস সূত্রে বজ্রপাতের সতর্কতা জারি থাকছে।

Google news