World Champion Saweety Boora: চিনের প্রতিযোগীকে হারিয়ে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন সুইটি ভোরা

 

 

নয়াদিল্লি: রুপোর পদককে সোনার পদক করতে সময় লাগল দীর্ঘ ৯ বছর। নীতু ঘাঙ্গাসের পর মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৮১ কেজি (81kg) ওজনের ক্যাটাগরিতে সোনার মেডেল (Gold medel) জিতলেন ২০২২ সালের এশিয়া চ্যাম্পিয়ন সুইটি বোরা (2022 Asian Champ Saweety Boora)।

শনিবার নয়াদিল্লির (New Delhi) ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে আয়োজিত ৮১ কেজি ক্যাটাগরির ফাইনালে (Final) পয়েন্টের ব্যবধানে চিনের বক্সার (China’s Boxer) ওয়াং (Wang)-কে পরাজিত করেন সুইটি। ৯ বছর আগে এই প্রতিযোগিতাতেই রুপো জিতেছিলেন সুইটি।  দীর্ঘদিন বাদে শনিবার সেই পদককে সোনায় পরিণত করলেন তিনি। এর ফলে ভারত থেকে মহিলাদের বক্সিংয়ে সপ্তম বিশ্ব চ্যাম্পিয়নও (7th World Champ) হলেন।

 

 

Google news