সুরক্ষিত সঙ্গম করতে চান কন্ডোম ছাড়াই ! জেনে নিন গবেষকদের মতামত

খবরএইসময়, নিউজ ডেস্কঃ যৌনতা নিয়ে নানান মানুষের নানান চাহিদা। একটি সম্পর্ককে সুস্থ এবং সজীব রাখতে যৌন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে সবসময়েই দেখা যায় যৌনতা নিয়ে প্রশ্ন থাকে অনেকেরই। সম্পূর্ণভাবে সঙ্গমকে উপভোগ করতে চান সকলেই। আর তার মধ্যেই অনেকের কাছে কন্ডোম একটি বিরক্তির বিষয় হয়ে দাঁড়ায়।

তাঁদের জন্যই সুখবর আনল এক গবেষণার ফলাফল। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। সেখানে দেখা গিয়েছে কন্ডোম ছাড়াও সুরক্ষিত সঙ্গম করা সম্ভব। তবে নিতে হবে বাড়তি কিছু সতর্কতা।

এখন প্রশ্ন হল কি এই সতর্কতা ?

সমীক্ষা অনুসারে, সারাদিনের কাজের শেষে ক্লান্ত হয়ে পড়লে তখনই শরীর সঙ্গমকে বেশি উপভোগ করতে পারে। তখন যৌনতার চাহিদাও থাকে বেশি। যৌন মিলনের সময়ে খুব সাবধানতা বজায় রাখলেই প্রয়োজন হবে না কন্ডোম ব্যবহারের।

সবচেয়ে জরুরি যৌন মিলনের সময়ে ‘পুল আউট মেথড’কে ঠিক উপায়ে কার্যকর করা। মনে হতেই পারে এটা খুবই স্বাভাবিক একটি তথ্য। কিন্তু এই স্বাভাবিক কাজেও অনেক পুরুষই অক্ষম। সঠিক সময়ে নিয়ন্ত্রণ এবং দক্ষতা না থাকলে এই স্বাভাবিক মেথডও কাজে দেয় না। তাই এই মেথডকে অতি গুরুত্বের সঙ্গে মেনে চলা জরুরি। তাহলেই স্পার্ম ডিম্বাণুতে প্রবেশ সম্ভব হবে না।

তবে গবেষকদের মতে, নিরাপদ যৌন ক্রিয়ার জন্য কন্ডোম ব্যবহার না করলে সম্ভাবনা থাকতে পারে বিভিন্ন রোগের। তাই নিজের সঙ্গমের সঙ্গীর শারীরিক সমস্ত তথ্য থাকা জরুরি। কারন সঙ্গী যদি একাধিক মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়ে থাকেন তবে সম্ভাবনা থাকতে পারে যৌন রোগ ছড়ানোর। তাই সেক্ষেত্রে কন্ডোম ব্যবহার করাই নিরাপদ। তবে যদি পূর্বে সঙ্গীর সঙ্গে সেভাবে যৌন সম্পর্ক অন্য কারোর না থেকে থাকলে পুল আউট মেথড মাথায় রাখলেই কন্ডোম ব্যবহারের প্রয়োজন পড়বে না।

প্রসঙ্গত, ১০০ জন মহিলা যারা এই পুল আউট মেথড অনুসরণ করে সঙ্গমে লিপ্ত হন তাঁদের মধ্যে ৪ থেকে ২৭ জন গর্ভবতী হয়েছেন। পাশাপাশি এই পুল আউট মেথড রোগ সংক্রমণের ক্ষেত্রে নিরাপত্তা দিতে অক্ষম। এইচআইভি এবং এসটিআই জাঁতীয় যৌন রোগ থেকে নিরাপদ থাকতে কন্ডোম ব্যবহার উপযুক্ত।

Google news