22 C
New York
Wednesday, January 15, 2025
HomeশিরোনামLizard out of the house:  টিকটিকি ! ঘরের ধারে কাছে ঘেঁষবে না,...

Lizard out of the house:  টিকটিকি ! ঘরের ধারে কাছে ঘেঁষবে না, আজই প্রয়োগ করুন এই চমৎকার টোটকা

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

খবর এইসময় ডেস্ক:  সবার বাড়িতেই কমবেশি টিকটিকি(Lizard out of the house) থাকে। এদের ভালো দিক হলো এরা ঘরের পোকা-মাকর খেয়ে পরিষ্কার করে দেয়। তবে তার সাথেই বাড়ি-ঘর সম্পূর্ণ নোংরা করতেও ছাড়ে না এরা। যারা টিকটিকিকে ভয় পায় তাদের জন্য খুবই সমস্যার হয়ে দাঁড়ায় এই প্রাণী।

তবে আর চিন্তা নেই আজ আপনাদের জানাবো কিভাবে বাড়িকে টিকটিকি মুক্ত করবেন খুব সহজেই। মাত্র কয়েকটি ছোট ছোট পদ্ধতি মানলেই এই প্রাণী আর আপনার বাড়িতে থাকবে না।

১] ন্যাপথালিন বল ও কর্পূর গুঁড়ো :

বাড়ির প্রতিটি ঘরের কোনায় কোনায় ন্যাপথালিন বল ও কর্পূর গুঁড়ো করে রেখে দেন। দেখবেন একটি টিকটিকিও আর আপনার বাড়িতে থাকবে না। কারণ টিকটিকি এই দুটি উপাদানের তীব্র ঝাঁঝালো গন্ধ তা সহ্য করতে পারে না।

২]  রসুন:

রসুনের বেশ একটা তীব্র গন্ধ আছে। কিছু রসুনের কোয়া ছাড়িয়ে আলগা করে জানলার উপরে কিংবা ভেন্টিলেটরের গায়ে রেখে দিন। সেই গন্ধে আর কোনো টিকটিকি আসবে না।

৩] ডিমের খোসা :

ডিম খেতে ভালো লাগলেও সেই গন্ধ কিন্তু মোটেও আমাদের সহ্য হয় না। ডিম রান্নার পরে ডিমের খোসা ধুয়ে রোদে শুকিয়ে নিন। তারপরে ঘরের কোনায় কোনায় সেই শুকনো খোসা রেখে দিন। দেখবেন আর একটাও টিকটিকি আপনার বাড়িতে থাকবে না।

৪] বরফ

টিকটিকি মূলত ঠান্ডা রক্তের প্রাণী। টিকটিকির উপরে বরফের জল স্প্রে করুন। সাথে সাথে ঠান্ডায় জমে যাবে। তারপরে বাড়ির বাইরে ফেলে দিন।

৫] ময়ূরের পালক :

ঘরের দেয়ালের মধ্যে কিংবা ফুলদানিতে বেশ কয়েকটা ময়ূলের পালক রেখেদিন। টিকটিকি অনেক দূরে থাকবে।

৬] পেঁয়াজ :

পেঁয়াজে রয়েছে সালফার, যা হচ্ছে টিকটিকির চরম শত্রু। যে কারণে পেঁয়াজ কেটে টিকটিকি যেখান দিয়ে বেশি ঘোরাফেরা করে সেখানে রেখে দিতে হবে। আর কোনোদিন আপনার বাড়িতে টিকটিকি দেখা যাবে না।

৭] তামাক :

তামাকের কড়া গন্ধ টিকটিকির সহ্য হয় না। তামাক পাতা পুড়িয়ে ধোঁয়া দিন আপনাদের ঘরের মধ্যে। তার সাথেই তামাক পাতা শুধু ছড়িয়ে রেখে দিন আপনার ঘরের কোনে দেখবেন সম্পূর্ণ টিকটিকি মুক্ত হয়ে গেছে আপনার বাড়ি।

৮] শুকনো লঙ্কা :

প্রথমে শুকনো লঙ্কা অথবা গোল মরিচ গুড়ো করে নিন তারপরে জলের সাথে এই মরিচ গুঁড়ো মিশিয়ে স্প্রে বোতলে ভোরে টিকটিকির উপরে স্প্রে করে দিন। তা ছাড়াও ঘরের কোনায় ছড়িয়ে রাখতে পারেন। দেখবেন টিকটিকি আপনার বাড়ি থেকে দূরে থাকবে।

তাহলে আর দেরি কেন! এই ৮টি সহজ ঘরোয়া উপায় আজ থেকেই শুরু করুন। আর আপনার বাড়ি সম্পূর্ণ টিকটিকি মুক্ত করে ফেলুন।

- Ad -

Latest articles

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...

TMC Worker Murder: মালদহে প্রকাশ্য রাস্তায় তৃণমূল কর্মী খুন, হাড়হিম ভিডিয়ো প্রকাশ্যে

মালদহে তৃণমূল কর্মী (TMC Worker Murder) হাসা শেখের নৃশংস খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।...

More like this

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

Manu Bhaker: ‘ডিফেক্টিভ মেডেল’ দিয়ে বদনাম হল আইওসি-র! মনু ভাকেরও পাবেন নয়া মেডেল

প্যারিস অলিম্পিকে ভারতকে গর্বিত করা ভারতের তারকা পিস্তল শ্যুটার মনু ভাকের (Manu Bhaker) তাঁর...

South Korea: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল গ্রেফতার, সামরিক আইন প্রয়োগের অভিযোগে পদক্ষেপ

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলকে বুধবার (South Korea) আইন প্রয়োগকারী আধিকারিকরা অভিশংসনের পরে...