ফুটবলের পাশাপাশি মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi) এখন হলিউড সিনেমার অভিনেতা। একই সঙ্গে এই প্রথম মেসির মুখে ইংরেজিও ফুটেছে। সম্প্রতি হলিউডের বিখ্যাত সিনেমা ‘ব্যাড বয়েস’ এর চতুর্থ সিক্যুয়েল ‘ব্যাড বয়েস: রাইড অর ডাই’ এর ট্রেইলারে দেখা গেছে মেসিকে।
ব্যাড বয়েস ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর প্রধান চরিত্রে আছেন উইল স্মিথ ও মার্টিন লরেন্স। তবে এবারে প্রমো ট্রেইলারে দেখা গেছে মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলার ও ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসিকে। এতে অভিনয়ে অভিষেকটাও হয়ে গেলে মেসির।
Jimmy Butler in the new Bad Boys trailer. 😂
(h/t @TrustSwisho)
— Hoop Central (@TheHoopCentral) May 28, 2024
প্রমোতে দেখা যায় ব্যাড বয় হওয়ার জন্য এনবিএ ছেড়ে দিয়ে ট্রায়াল দিতে আসেন মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলার। তিনি ব্যর্থ হওয়ার পর উইল স্মিথ ও লরেন্স যখন হাঁফ ছেড়ে বাঁচবেন সেই সময় দরজায় ঘন্টা বাজে। দরজা খুলেই অবাক হয়ে যান দুজন। কেননা দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। মেসিকে এ সময় ইংরেজিতে সংলাপ দিতেও দেখা গেছে। যা মেসিভক্তদের জন্য তাজ্জব বনে যাওয়ার মতোই বিষয়। এর আগে কখনোই মেসিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়নি। আসল সিনেমাতে নিশ্চিতভাবেই মেসিকে দেখা যাবে না। তবে এত বড় সিনেমার প্রমোশনার ভিডিওতে অভিনয় করাটাও কোনো অংশে কম নয়। সে হিসেবে প্রিয় মেসিকে এখন অভিনেতা ডাকাই যায়।
গতবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপা আমেরিকা ২০২৪-এর জন্য ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন লায়োনেল স্কালোনি। কোপার প্রস্তুতির জন্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নীল-সাদা জার্সিধারীরা। আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর ও গুয়েতেমালা। প্রস্তুতি ম্যাচ দুটি হবে ৯ জুন ও ১৪ জুন। এই দুই প্রস্তুতি ম্যাচের পরে ২৯ থেকে ২৬ সদস্যের দল ঘোষণা করবেন স্কালোনি। স্কালোনির ঘোষিত দলে রয়েছেন লিওনেল মেসি, ডি মারিয়া, নিকোলাস ওতামেন্ডিরা। দলে জায়গা পাননি পাওলো দিবালা। দলকে নেতৃত্ব দেবেন মেসি।