22 C
New York
Thursday, November 28, 2024
HomeশিরোনামLizard out of the house:  টিকটিকি ! ঘরের ধারে কাছে ঘেঁষবে না,...

Lizard out of the house:  টিকটিকি ! ঘরের ধারে কাছে ঘেঁষবে না, আজই প্রয়োগ করুন এই চমৎকার টোটকা

Published on

spot_img

খবর এইসময় ডেস্ক:  সবার বাড়িতেই কমবেশি টিকটিকি(Lizard out of the house) থাকে। এদের ভালো দিক হলো এরা ঘরের পোকা-মাকর খেয়ে পরিষ্কার করে দেয়। তবে তার সাথেই বাড়ি-ঘর সম্পূর্ণ নোংরা করতেও ছাড়ে না এরা। যারা টিকটিকিকে ভয় পায় তাদের জন্য খুবই সমস্যার হয়ে দাঁড়ায় এই প্রাণী।

তবে আর চিন্তা নেই আজ আপনাদের জানাবো কিভাবে বাড়িকে টিকটিকি মুক্ত করবেন খুব সহজেই। মাত্র কয়েকটি ছোট ছোট পদ্ধতি মানলেই এই প্রাণী আর আপনার বাড়িতে থাকবে না।

১] ন্যাপথালিন বল ও কর্পূর গুঁড়ো :

বাড়ির প্রতিটি ঘরের কোনায় কোনায় ন্যাপথালিন বল ও কর্পূর গুঁড়ো করে রেখে দেন। দেখবেন একটি টিকটিকিও আর আপনার বাড়িতে থাকবে না। কারণ টিকটিকি এই দুটি উপাদানের তীব্র ঝাঁঝালো গন্ধ তা সহ্য করতে পারে না।

২]  রসুন:

রসুনের বেশ একটা তীব্র গন্ধ আছে। কিছু রসুনের কোয়া ছাড়িয়ে আলগা করে জানলার উপরে কিংবা ভেন্টিলেটরের গায়ে রেখে দিন। সেই গন্ধে আর কোনো টিকটিকি আসবে না।

৩] ডিমের খোসা :

ডিম খেতে ভালো লাগলেও সেই গন্ধ কিন্তু মোটেও আমাদের সহ্য হয় না। ডিম রান্নার পরে ডিমের খোসা ধুয়ে রোদে শুকিয়ে নিন। তারপরে ঘরের কোনায় কোনায় সেই শুকনো খোসা রেখে দিন। দেখবেন আর একটাও টিকটিকি আপনার বাড়িতে থাকবে না।

৪] বরফ

টিকটিকি মূলত ঠান্ডা রক্তের প্রাণী। টিকটিকির উপরে বরফের জল স্প্রে করুন। সাথে সাথে ঠান্ডায় জমে যাবে। তারপরে বাড়ির বাইরে ফেলে দিন।

৫] ময়ূরের পালক :

ঘরের দেয়ালের মধ্যে কিংবা ফুলদানিতে বেশ কয়েকটা ময়ূলের পালক রেখেদিন। টিকটিকি অনেক দূরে থাকবে।

৬] পেঁয়াজ :

পেঁয়াজে রয়েছে সালফার, যা হচ্ছে টিকটিকির চরম শত্রু। যে কারণে পেঁয়াজ কেটে টিকটিকি যেখান দিয়ে বেশি ঘোরাফেরা করে সেখানে রেখে দিতে হবে। আর কোনোদিন আপনার বাড়িতে টিকটিকি দেখা যাবে না।

৭] তামাক :

তামাকের কড়া গন্ধ টিকটিকির সহ্য হয় না। তামাক পাতা পুড়িয়ে ধোঁয়া দিন আপনাদের ঘরের মধ্যে। তার সাথেই তামাক পাতা শুধু ছড়িয়ে রেখে দিন আপনার ঘরের কোনে দেখবেন সম্পূর্ণ টিকটিকি মুক্ত হয়ে গেছে আপনার বাড়ি।

৮] শুকনো লঙ্কা :

প্রথমে শুকনো লঙ্কা অথবা গোল মরিচ গুড়ো করে নিন তারপরে জলের সাথে এই মরিচ গুঁড়ো মিশিয়ে স্প্রে বোতলে ভোরে টিকটিকির উপরে স্প্রে করে দিন। তা ছাড়াও ঘরের কোনায় ছড়িয়ে রাখতে পারেন। দেখবেন টিকটিকি আপনার বাড়ি থেকে দূরে থাকবে।

তাহলে আর দেরি কেন! এই ৮টি সহজ ঘরোয়া উপায় আজ থেকেই শুরু করুন। আর আপনার বাড়ি সম্পূর্ণ টিকটিকি মুক্ত করে ফেলুন।

Latest articles

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ! অধ্যাপকের কেবিলে তালা ঝোলাল পড়ুয়ারা

মাস কমিউনিকেশনের বিভাগের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। পরীক্ষার খাতা না...

Partha Chaterjee: জামিন পেতে মরিয়া পার্থ! সমস্ত দোষ দিলেন অর্পিতার ঘাড়ে

জামিন পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। নিয়োগ মামলায় একের পর এক...

Humayun Kabir: শোকজ হুমায়ুন কবীরকে! তারপরেও বিস্ফোরক হুমায়ুন কবীর

বার বার বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun...

BJP: আর্থিক প্রতারণার অভিযোগ! দলের পদ থেকে সরানো হলো নবারুন নায়েককে

পুলিশ ইতিমধ্যে আর্থিক প্রতারণার দায়ে বিজেপি (BJP) নেতা নবারুণ নায়েককে গ্রেফতার করেছে। তার ২৪...

More like this

ICC Rankings: জসপ্রিত বুমরাহ বিশ্বের এক নম্বর বোলার! বিরাট নয়, রুটের প্রতিদ্বন্দ্বী ২২ বছরের ব্যাটসম্যান!

পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট জিতেছে ভারতীয় ক্রিকেট দল। দলের অধিনায়ক ছিলেন জসপ্রিত...

Champions Trophy: পাকিস্তানকে ৭২ ঘণ্টার আলটিমেটাম! বড় পদক্ষেপ নেবে আইসিসি

আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

ICC test Rankings: নাম্বার ওয়ান হওয়ার খুব কাছে যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়া সিরিজেই বিশ্বের সেরা হওয়ার হাতছানি

ভারতীয় ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে (ICC test Rankings) উল্লেখযোগ্য উন্নতি...