নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ ফের কড়াকড়িভাবে জারি হতে চলেছে লকডাউন। আগামী বৃহস্পতিবার থেকেই রাজ্যের তিনটি জেলায় জারি থাকবে লকডাউন। এই জেলাগুলির কন্টেনমেন্ট জোনে জারি থাকবে লকডাউন।
বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ৯ জুলাই থেকেই জারি হবে লকডাউন। এদিন বিকাল পাঁচটা থেকে লকডাউন শুরু হবে। আগামী সাতদিন পর্যন্ত চলবে লকডাউন।
তিনি আরও জানিয়েছেন, আগামী সাতদিনের টানা লকডাউনের পরে আবার সিদ্ধান্ত নেওয়া হবে। সাতদিন পরে খতিয়ে দেখা হবে করোনা পরিস্থিতি। তারপরে আগামী দিনের সিদ্ধান্ত ঘোষিত হবে।
আজ থেকেই মালদহের একাংশে জারি হয়েছে লকডাউন। বাস চলছে তবে টোটো, অটো বন্ধ। উত্তর দিনাজপুরের ডালখোলাতেও আজ থেকে আগামী সাতদিনের জন্য লকডাউন চলবে। দোকান-বাজার বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। জরুরিকালীন পরিষেবায় চলবে যান।
প্রসঙ্গত, নবান্ন সভাঘরে কোভিড পরিস্থিতি নিয়ে সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতাল-সহ বেসরকারি হাসপাতালগুলোকে কোভিড রোগী ছাড়া অন্যদের দেখভাল করার জন্য আর্জি মুখ্যমন্ত্রীর। পাশাপাশি তিনি জানিয়েছেন, করোনা রুখতে মাস্ক পড়তেই হবে এবং সংক্রমণ রুখতে বিধিনিষেধের পালন করতে হবেই। তাছাড়া তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেছেন, সংক্রমণ রুখতে চিকিৎসকরা আলাদা শিল্ড ব্যবহার করুন।