রিম্পি চ্যাটার্জী: শিবরাত্রি এলে শৈব ভক্তরা দেবাদিদেব মহাদেবকে(Lord Shiva) প্রসন্ন করবার জন্য অনেক কিছুই করে, আজকে আমি আপনাদের এমন পাঁচটি শাস্ত্রীয় বিষয়ের উল্লেখ করবো যেগুলি পালন করলে আপনাদের ধর্ম, অর্থ, কাম মোক্ষ সবই লাভ হবে এবং একই সাথে ইহজগতিক কামনা বাসনা ও পূর্ণ হবে।শিব মহাপুরাণের বিদ্যেশ্বর সংহিতায় এরকম কতগুলি জিনিসের উল্লেখ আছে যেগুলি শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবকে (Lord Shiva) নিবেদন করলেই বিশেষ ফল প্রাপ্তি হয়।
১। শিব মহাপুরাণের বিদ্যেশ্বর সংহিতা অনুযায়ী, বলা হয়েছ, যে ব্যক্তি বেল গাছের কাছে কোনো শিব ভক্তকে পায়েস এবং ঘি যুক্ত অন্ন পরিবেশন করেন তিনি কখনো গরীব হন না। অর্থাৎ অভাব থেকে মুক্তি পেতে চাইলে শিবরাত্রির দিন শিব ভক্তকে আহার করান।
২। তিল দিয়ে শিব লিঙ্গের অভিষেক করান, এই দিন এমন কার্য করলে শনি গ্রহের দোষ কেটে যায়।
৩। যদি কোনো ব্যক্তি দীর্ঘায়ু কামনা করেন, তাহলে তার দুর্বা সহকারে শিবের পুজো করা উচিত।
৪। ১ লাখ ধুতরা ফুল দিয়ে শিব রাত্রির দিন পুজো করতে পারেন পুত্র আকাঙ্খাকারীরা। শাস্ত্র অনুযায়ী এই ক্ষেত্রে তারা শুভ ফল লাভ করবেন।
৫।শিব লিঙ্গকে তুলসীমঞ্জরী দিয়ে পুজা করলে একজন ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয়ই প্রাপ্ত হন।
-শৈব শাস্ত্র অনুযায়ী এই পাঁচ কার্য করলে দেবাদিদেব মহাদেবের (Lord Shiva) বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়।