নিউজ ডেস্ক: আর এক সপ্তাহ। তারপরেই ‘ভ্যালেন্টাইন’স ডে’। গত দু’দশকের কিছু বেশি সময়ে পশ্চিমী দুনিয়ার এই উদ্যাপন ভারতেও সমান আগ্রহে পালিত হচ্ছে। অবশেষে প্রেমিক যুগলদের প্রতীক্ষিত দিনটি আসতে চলেছে। তার আগে আজ ‘রোজ ডে’ দিয়ে শুরু হলো ভ্যালেন্টাইন’স উইক। কার্ড, উপহার, লাল রঙের হার্ট শেপড বেলুন বা সফ্ট টয়ে ভরে উঠেছে বাজার-দোকান। করোনায় যাঁদের ব্যবসা মার খেয়েছিল, আপাতত এই এক সপ্তাহের হাত ধরে এই ব্যবসায়ীরা তাতে অক্সিজেন মেলার আশায়।
বছরের অন্যতম সেরা মাস এই ফেব্রুয়ারি। শীত শেষে বসন্ত আগমনের বার্তা, রংবেরঙের ফুলে প্রকৃতির সেজে ওঠার সময় নিয়ে হাজির হয় এই মাস। সে কারণে ফেব্রুয়ারিকে বহুদিন ধরেই ভালোবাসার মাস হিসাবে উদ্যাপন করা হয়। প্রেমিক-প্রেমিকারা তো বটেই, প্রিয় যে কোনও মানুষকে এই সময়টায় ভালোবাসা উপহার দেওয়ায় কোনও বাধা নেই।
আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াতেই মূলত ভ্যালেন্টাইন’স ডে উদ্যাপন করা হতো। ১৭ শতকে প্রথম তা জনপ্রিয় হয় ইংল্যান্ডে।
ভ্যালেন্টাইন’স উইক —
৭ ফেব্রুয়ারি: রোজ ডেFebruary 7, Sunday: Rose Day
৮ ফেব্রুয়ারি: প্রোপোজ ডে
৯ ফেব্রুয়ারি: চকোলেট ডে
১০ ফেব্রুয়ারি: টেডি ডে
১১ ফেব্রুয়ারি: প্রমিস ডে
১২ ফেব্রুয়ারি: হাগ ডে
১৩ ফেব্রুয়ারি: কিস ডে
১৪ ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন’স ডে