আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ (Luis Suarez) । আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটাই হতে চলেছে তার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা করেন।
অবসরের বিষয়ে ইন্টার মায়ামির তারকা সুয়ারেজ(Luis Suarez) বলেছেন, ‘অবসর নেওয়ার সঠিক মুহূর্তটি জানা যে কারও জন্যই গর্বের বিষয়। সৌভাগ্যবশত আমি সেই আত্মবিশ্বাস নিয়েই জাতীয় দল থেকে অবসর ঘোষণা করতে চলেছি। আমার বয়স এখন ৩৭। আমি জানি, পরবর্তী বিশ্বকাপে খেলা আমার জন্য অনেক কঠিন। তবে আমার ভালোলাগার বিষয়টি হলো- আমি ইনজুরি কিংবা দলে ডাক না পেয়ে অবসর নিচ্ছি না।’
২০০৭ সালের ৮ ফেব্রুয়ারি জাতীয় দলে অভিষেক হয় সুয়ারেজের। ওই ম্যাচে কলম্বিয়াকে তারা ৩-১ গোলে হারিয়েছিল। এরপর থেকে উরুগুয়ের দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে যান সুয়ারেজ (Luis Suarez)। জাতীয় দলের হয়ে তিনি চারটি বিশ্বকাপ ও পাঁচটি কোপা আমেরিকায় খেলেছেন। ২০১১ সালে জিতেছিলেন কোপা আমেরিকার শিরোপা। সেটাই তার কেরিয়ারের সবথেকে বড় সাফল্য। সর্বশেষ ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকায়ও তিনি অংশ নিয়েছেন।
উরুগুয়ের হয়ে ১৪২ ম্যাচ খেলে ৬৯টি গোল করেছেন সুয়ারেজ (Luis Suarez)। জাতীয় দলের হয়ে অর্জন নিয়ে লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা বলেছেন, ‘আমি অনেক ভাগ্যবান যে, ক্যারিয়ারে অনেক শিরোপা জিতেছি। তবে কোপা আমেরিকার শিরোপার সাথে আর কিছুর তুলনা হয় না। ২০১১ সালে কোপা আমেরিকার শিরোপা জেতার স্মৃতিটা আমার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল।’