Homeরাজ্যের খবরMadhyamik Result 2024: পরীক্ষার ৮০ দিন পর মাধ্যমিকের ফল প্রকাশ, মেধা তালিকায়...

Madhyamik Result 2024: পরীক্ষার ৮০ দিন পর মাধ্যমিকের ফল প্রকাশ, মেধা তালিকায় পিছিয়ে কলকাতা

Published on

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2024) ঘোষণা করা হয়েছে। এ বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এখন পর্যন্ত নিয়ম ছিল পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। মধ্যমিকের ক্ষেত্রে সময়সীমা শেষ হচ্ছিল ১২ই মে। তবে মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যেই ফলাফল ঘোষণা করেছে।

পরীক্ষার ৮০ দিন পর ফলাফল প্রকাশ করা হয়। এই বছর রাজ্যে ৯ লক্ষেরও বেশি প্রার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মোট ৭,৬৫,২৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বোর্ডের চেয়ারম্যান বলেন, মাধ্যমিক বিদ্যালয়ে পাসের হার এ বছর বেড়েছে। সাইড রেটে, কালিম্পং শীর্ষে, মেদিনীপুর দ্বিতীয়, কলকাতা তৃতীয় স্থানে রয়েছে। এ বছর মাধ্যমিকের পাশের হার ৮৩.৩১ শতাংশ। এ বছর প্রার্থী সংখ্যা ছিল ৯,২৩,৬৩৬ জন। মোট ৭,৬৫,২৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

পাসের হারে এগিয়ে মেয়েরা

বোর্ড চেয়ারম্যান বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের মেধা তালিকায় এবার প্রথম দশে ৫৭ জনের নাম রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা থেকে ৮ জন, দক্ষিণ দিনাজপুর থেকে ৭ জন, পূর্ব বর্ধমান থেকে ৭ জন, পূর্ব মেদিনীপুর থেকে ৭ জন, বাঁকুড়া থেকে ৪ জন, বীরভূম থেকে ৩ জন, মুর্শিদাবাদ থেকে ৩ জন, উত্তর ২৪ পরগনা থেকে ২, হাওড়া থেকে ১, মালদা থেকে ৪, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলির ২ জন, নদিয়ার ২ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন এবং উত্তর দিনাজপুরের ১ জন।

এ বছরের মেধা তালিকা

  • প্রথম স্থানঃ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা উচ্চ বিদ্যালয়ের চন্দ্রচূড় সেন। তাঁর মোট নম্বার ৬৯৩। তিনি ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন।
  • দ্বিতীয় স্থানঃ দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের সামান্যাপ্রিয় গুরু। তাঁর নম্বর ৬৯২। পাসের হার ৯৮.৮৬ শতাংশ।
  • তৃতীয় স্থানঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের উদয়ন প্রসাদ, বীরভূমের পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলামবাজার, নায়ারিত রঞ্জন পাল, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুল ৬৯১ নম্বর পেয়েছে।
  • তুর্থ স্থানঃ তপোজ্যোতি মণ্ডল, হুগলি কামারপুকুর রামকৃষ্ণ মিশন।
  • পঞ্চম স্থানঃ পঞ্চম হয়েছেন পূর্ব বর্ধমানের পারুল ডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ের অর্ঘ্যদীপ বসাক।
  • ষষ্ঠ স্থানঃ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের কৃষ্ণা সাহা ষষ্ঠ হন। মালদার মহম্মদ সাহরুদ্দিন আলী, মহম্মদ এইচ. এস. এস. বি উচ্চ বিদ্যালয়। পশ্চিম মেদিনীপুরের কৌস্তব সাহু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র আলিভ গায়েন।
  • সপ্তম স্থানঃ কোচবিহারের আসিফ কামাল, মাথডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। দক্ষিণ দিনাজপুরের আবৃতি ঘটক, বালুরঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। অর্পিতা ঘোষ, বালুরঘাট বালিকা উচ্চ বিদ্যালয়। সত্যদা দে, বালুরঘাট হাই স্কুল। বীরভূমের আর্শত্রীক শ, সরোজিনী দেবী শিশু মন্দির। পূর্ব মেদিনীপুরের সুপাম কুমার রায়, পূর্ব মেদিনীপুরের জ্ঞানদীপ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়। কৌস্তব মল, বিবেকানন্দ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আলেখ্য মাইতি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। পূর্ব বর্ধমানের ইন্দ্রাণী চক্রবর্তী, বিদ্যার্থী ভবন গার্লস স্কুলের ছাত্রী। দেবজ্যোতি ভট্টাচার্য বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলের ছাত্র।
  • অষ্টম স্থানঃ পশ্চিম মেদিনিপুরের তনুকা পাল, মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী। নদিয়ার ঋদ্ধি মালিক, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল।
  • নবম স্থানঃ দক্ষিণ দিনাজপুরের রওনক ঘোষ, বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
  • দশম স্থানঃ সুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্রী।

Latest News

Supreme Court: অভিষেক কন্যাকে কটূক্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তিতে রাজ্য

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নাবালিকা মেয়েকে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে পুলিশ দুই তরুণীকে...

SC Verdict: সংবিধান থেকে ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দাবলী সরানো হবে না, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সোমবার ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট (SC Verdict)। ১৯৭৬ সালে পাশ হওয়া ৪২তম সংশোধনী...

TMC MP: তৃণমূলের কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না সাংসদ! নেপথ্যে কি আরজি কর কাণ্ড

সোমবার চারটের সময় তৃণমূলের কর্মসমিতির বৈঠক বসেছে। বৈঠকে দলের সব সাংসদ (TMC MP), বিধায়ক...

Air Pollution: দিল্লির পথে কলকাতা! ক্রমেই বাড়ছে বায়ু দূষণের মাত্রা

দিল্লিতে বায়ু দূষণের (Air Pollution) মাত্রা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। দিল্লিতে...

More like this

Supreme Court: অভিষেক কন্যাকে কটূক্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে রায়ে স্বস্তিতে রাজ্য

তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) নাবালিকা মেয়েকে কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিতে পুলিশ দুই তরুণীকে...

TMC MP: তৃণমূলের কর্মসমিতির বৈঠকে ডাক পেলেন না সাংসদ! নেপথ্যে কি আরজি কর কাণ্ড

সোমবার চারটের সময় তৃণমূলের কর্মসমিতির বৈঠক বসেছে। বৈঠকে দলের সব সাংসদ (TMC MP), বিধায়ক...

Air Pollution: দিল্লির পথে কলকাতা! ক্রমেই বাড়ছে বায়ু দূষণের মাত্রা

দিল্লিতে বায়ু দূষণের (Air Pollution) মাত্রা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। দিল্লিতে...