উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলা (Mahakumbh 2025) চত্বরে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা। মেলার ১৯ নম্বর সেক্টরে বেশ কয়েকটি প্যান্ডেলে আগুন ছড়িয়ে প্রলে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কল্পবাসী টেন্টে আবস্থানকারীরা তাঁবু খালি করে মহাকুম্ভ (Mahakumbh 2025) থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। এদিকে, শনিবার মহাকুম্ভ সেক্টর ১৯-এ আগুন লাগে। সেই আগুন কল্পবাসী টেন্টের খালি তাবুতে ছড়িয়ে পড়ে। সেই টেন্টের ওপরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় প্রশাসন ও পুলিশের একটি দল।
VIDEO | Prayagraj: Fire breaks out at ashram in Sector 19 of the Maha Kumbh area. Fire tenders at spot. More details awaited. #MahaKumbhWithPTI pic.twitter.com/qos9onBydL
— Press Trust of India (@PTI_News) February 15, 2025
দমকলের দল আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। কয়েকদিন আগে এই এলাকায় দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তবে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
🚨 JUST IN 🛑
🔥 Fire break out 🔥
At Morimarg, Sector 19, Kumbh Mela kshetra
A fire broke out at the Lavkush Ashram of Ayodhya Dham at 5:45 pm due to a short circuit 💥
Lavkush Ashram shivir completely burnt down 😔 #PrayagrajMahakumbh2025#SanatanPrabhatAtKumbh#fire pic.twitter.com/GazUAPwmUK
— Sanatan Prabhat (@SanatanPrabhat) February 15, 2025
প্রয়াগরাজ মেলা এলাকায় (Mahakumbh 2025) অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে ডিআইজি মহা কুম্ভ বৈভব কৃষ্ণ বলেছেন যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ১৯ নম্বর সেক্টরের কল্পবাসী বাসিন্দাদের খালি করা কিছু পুরনো তাঁবুতে আগুন লাগে। এই ঘটনায় কেউ হতাহত বা আহত হয়নি।