আইপিএলে প্রতি মরশুমে তারকা খচিত দল গড়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু প্রতিবারই একরাশ হতাশা উপহার পান আরসিবি সমর্থকরা। এবারও আইপিএলের ৭ ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে খাদের কিনারায় আরসিবি। প্রিয় দলের যেমন পারফরমেন্সে হতাশ বেঙ্গালুরুর ভূমিপুত্র তথা টেনিস কিংবদন্তি মহেশ ভূপতি (Mahesh Bhupathi on RCB)। সোমবার হায়দ্রাবাদের ২৮৭ রানের রেকর্ড পুঁজি তারা করতে গিয়ে ২৬২ পর্যন্ত করতে পারে বেঙ্গালুরু।
মহেশের শহরও বেঙ্গালুরু, এই দলের প্রতি তার বাড়তি ভালোবাসা রয়েছে। কিন্তু যেভাবে কোহলিরা টানা ব্যর্থ হচ্ছেন তাতে তিনিও হতাশ এবং অভিমানীও। তাই কিছুটা অভিমানের সুরেই আরসিবি দল নিয়ে বিস্ফোরক কথা বলেছেন ভারতীয় টেনিসের এই প্রাক্তন তারকা। তিনি আরসিবি দল বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। মহেশ ভূবতি জানিয়েছেন বিসিসিআইয়ের উচিত আরসিবি বিক্রি করে দেওয়া। নতুন কোন মালিক যত্ন নিয়ে একটা স্পোর্টস ফ্রাঞ্চাইজি তৈরি করবে যেটা আইপিএলের অন্য টিমগুলো করতে পেরেছে। হায়দ্রাবাদের কাছে বেঙ্গালুরু হারার পর সোশ্যাল মিডিয়ায় মহেশ ভূপতি লেখেন, ‘আমি মনে করি ক্রিকেটের স্বার্থে আইপিএলের স্বার্থে সমর্থকদের জন্য এমনকি ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের উচিত নতুন মালিকের কাছে আরসিবিকে বিক্রি করে দেওয়া। যিনি এই ফ্রাঞ্চাইজিটিকে অন্য দলগুলোর মত যত্ন করে সাজিয়ে তুলবেন’।
For the sake of the Sport , the IPL, the fans and even the players i think BCCI needs to enforce the Sale of RCB to a New owner who will care to build a sports franchise the way most of the other teams have done so. #tragic
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) April 15, 2024
বিরাট কোহলির প্রতিবারই চেষ্টা করেন এবারও করেছেন, কিন্তু বাকি টিম চরম ব্যর্থ। ফ্যাফ ডুপ্লেসি আর দীনেশ কার্তিককে বাদ দিলে কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি। এ প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘ক্রিকেটের যে একা খেলা যায় না, সেটা বারবার প্রমাণ করে আরসিবি। আমার এই জন্য দলটাকে ভালো লাগে। কেউ চাইলে সেরা ক্রিকেটারদের কিনতেই পারে, কিন্তু সেটা করলেই যে ম্যাচ জেতা যাবে এমন নয়, সেটাই আরসিবি প্রমাণ করে দিয়েছে।
এবারও চলতি আইপিএলের সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছেন বিরাট কোহলিরা। ক্যামেরান গ্রিন আলজারি জোসেফ, গ্রেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজ এই চার তারকাকে ডাগ-আউটে রেখে খেলতে নেমেছিল আরসিবি। ফলে আরসিবি দল গঠন নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আরসিবি টানা ছটি ম্যাচ হেরেছে। এখন বেঙ্গালুরুর পক্ষে প্লে অফে পৌঁছানো বেশ কঠিন কাজ। কোহলি, কার্তিক, ডুপ্লেসিস এর মত অভিজ্ঞ খেলোয়াড় থাকা সত্ত্বেও আরসিবি শেষ স্থানে রয়েছে।