দীপাবলিতে আলোর উৎসবে দেশের সঙ্গে মেতে উঠেছিল রাজ্য। কিন্তু সকাল হতেই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল মালদা (Maldah)। মালদার গাজোলে (Maldah) শুক্রবার সকালে যে দৃশ্য দেখা গেল, স্থানীয় বাসিন্দারা শিউরে উঠল। গাজোলের (Maldah) সামনে জঙ্গলে পড়ে রয়েছে দেহ। কিছুটা দূরে পরে রয়েছে মুণ্ডু। দ্রুত গাজোল (Maldah) পুলিশকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে। প্রথমিক তদন্তে পুলিশ খুনের ঘটনা মনে করছে।
মালদহের গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে এদিন সকালে প্রথমে ওই মুণ্ডবিহীন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঝড়ের বেগে খবরটা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে যায়। খানিক্ষণ খোঁজাখুঁজির পর কাণ্ডা মুণ্ডু দেখতে পাওয়া যান। স্থানীয় বাসিন্দারা এরপরেই গাজোল থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল যান সহ পুলিশ বাহিনী। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, মৃতদেহের হাত ও গোড়ালিতে কাটা দাগ তাঁরা দেখতে পেয়েছেন।
মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। এভাবে কাণ্ডা মুণ্ড আর দেহ পাওয়াতে গাজোলে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, কুসংস্কারের শিকার হতে পারেন যুবক। অমাবস্যার রাতে কুসংস্কারের বশবর্তী হয়ে তাঁকে বলি দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই এই বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, কালীপুজোর রাতেই বর্ধমানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ন’টা নাগাদ কালনা কাটোয়া এসটি কে কে রোডের উপর গৌরাঙ্গ পাড়ার কাছে একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তাতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাইকে চারজন ছিলেন। কারও মাথায় হেলমেট ছিল না। দুর্ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় চার জন রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সব শেষ হয়ে যায়। এদিনই আবার বাঁকুড়ার সোনামুখীতে ঘটে আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যান-বাইকের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়।