বাংলায় বন্যা পরিস্থিতির সেভাবে কোনও উন্নতি হয়নি (Mamata Banerjee)। বেশ কিছু জায়গা থেকে জল নামতে শুরু করলেও, এখনও একাধিক জায়গা প্লাবিত হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে ফের একবার বাংলার বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন (Mamata Banerjee), “বাংলায় বন্যা বর্ষার কারণে হয় না, ডিভিসির কারণে হয়।” এর আগেও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) একাধিকবার ডিভিসির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় জল মন্ত্রক।
বন্যা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “’ডিভিসি প্রতিবছর জল ছাড়ে আর ম্যান মেড বন্যা হয়। বাংলায় বর্ষার কারণে বন্যা হয় না, ডিভিসি-র ছাড়া জলে বন্যা হয়। বন্যায় এখনও পর্যন্ত ২৮ জন মারা গেছেন। আমার চাই না মানুষ মারা কোনও সংস্থা। ড্রেজিং করে না বছরের পর বছর। ডিভিসি কেন্দ্রীয় সরকারের হাতে। একসঙ্গে ৫ লক্ষ কিউসেক জল ছাড়লে কীভাবে মাটি সহ্য করবে।”
প্রসঙ্গত, বানভাসি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বৃহস্পতিবার উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী দাবি করেছিলেন, DVC ৪ লক্ষ কিউসেকেরও বেশি জল ছেড়েছে। এত জল এর আগে কখনও ছাড়েনি। কিন্তু দ্বিতীয় চিঠিতে উল্লেখ রয়েছে, আদতে সর্বোচ্চ ২.৫ লক্ষ কিউসেক হারে জল ছেড়েছিল ডিভিসি। আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার কথা আগেই বলেছিল DVC। কিন্তু মঙ্গলবার মুখ্যমন্ত্রী ফের অন্য কথা বলেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, DVC লক্ষ কিউসেক জল ছেড়েছে।
মুখ্যমন্ত্রী প্রথম থেকেই অভিযোগ করেছিলেন, DVC-র চেয়ারম্যানকে ফোন করে তিনি নিজে অনুরোধ করেছিলেন। কিন্তু তা শোনা হয়নি। সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাঞ্চেত, মাইথনে সর্বোচ্চ সীমা পর্যন্ত জল ধরা হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, কেন্দ্রের তরফে মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেচের কাজ করান না। যার জেরে এই অবস্থা হয়েছে। কিন্তু সেই দোষ কেন্দ্রের ঘাড়ে চাপাতে চাইছে বলেও বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা হয়।