২০১৮ সালে দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী পদে এসে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর আগামী ১০ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব মেদিনীপুর দিঘা সফরে রওয়ানা হবেন মুখ্যমন্ত্রী। বুধবার সরেজমিনে খতিয়ে দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ। ১২ ডিসেম্বর ফিরবেন কলকাতায়।
দিঘা স্টেশন লাগোয়া ভোগীবহ্মপুর মৌজায় ২৫ একর জমিতে গড়ে উঠছে জগন্নাথ ধাম। প্রায় ১৮০ কোটি টাকায় হিডকোর তদারকিতে চলছে জোড়কদমে কাজ। ভিন রাজ্য থেকে আনা পাথর দিয়ে ধাপে ধাপে পুরীর শ্রীক্ষেতের মতো দিঘার সমুদ্র উপকূলে নির্মাণ হচ্ছে মন্দির।
ভ্রমণপিপাসুদের কাছে দিঘা বরাবর অন্যতম আকর্ষণীয় পর্যটক কেন্দ্র। সময়ের সাথে সাথে বেড়ে চলেছে দিঘায় পর্যটকের ভিড়। এবার সমুদ্র স্নান পাশাপাশি প্রভুর দর্শন। যার ফলে বাড়বে পর্যটক সহ ভক্তদের সংখ্যা এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।