লোকসভা নির্বাচনের পর থেকেই ইন্ডিয়া জোটের আর ঐক্যবদ্ধ সুর শোনা যাচ্ছে না (Mamata Banerjee)। বরং একাধিক ক্ষেত্রে ইন্ডিয়া জোটের এক দল অন্য দলকে দোষারোপ করছে (Mamata Banerjee)। সংসদে বিজেপির বিরুদ্ধে এক সুরে আওয়াজ তুলতেও দেখা যাচ্ছে না (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের জোট সঙ্গীদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি (Mamata Banerjee) বলেন, ইন্ডিয়া জোটের সঙ্গীরা তাঁকে সহ্য করতে পারেন না। পাশাপাশি তিনি (Mamata Banerjee) দাবি করেছেন, ইন্ডিয়া জোটের নেতৃত্ব তিনি দিতে পারেন।
ইন্ডিয়া জোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ আমি তো ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করে দিয়েছিলাম।” কিন্তু জোটের এই ছন্নছাড়া ভাব নিয়ে প্রশ্ন করা হলে মমতা অকপটে বলেন, “তারা সবাইকে একজোট করে রাখতে পারছে না তো আমি কী করব? আমি তো সেই জোটের নেতৃত্বে নেই। যারা লিডার, তাদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আমি সবার সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখে চলি।”
পাশাপাশি তিনি মন্তব্য করেন, “যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা। আমাকে দেখতেই পারে না। তবে আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি… যদিও আমি তা চাই না। আমি বাংলার মাটি ছেড়ে কোথাও যেতে চাই না। এখানেই জন্মেছি, শেষ নিশ্বাস এখানেই ত্যাগ করব। কারণ বাংলাকে আমি এতটাই ভালোবাসি। কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি।”
লোকসভা নির্বাচনের পরে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের কার্যত ভরাডুবি হয়। এরপর থেকেই ইন্ডিয়া জোটের ছন্নছাড়া অবস্থা। কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দুরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের পরে এবার দিল্লি বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লড়াই করবে না আপ। অন্যদিকে, ইন্ডিয়া জোটের জোটসঙ্গীদের মধ্যে দুরত্ব সংসদের দেখা যাচ্ছে। সংসদের নিম্নকক্ষে বিরোধীদের বিক্ষোভের জেরে এক সপ্তাহ ধরে অধিবেশন অচল রয়েছে। এই পরিস্থিতিতে কুণাল ঘোষ বিরোধীদের এক হাত নিয়েছেন। তিনি বলেন, “আমি মনে করি না আদানি ইস্যুতে সংসদের অধিবেশন অচল রাখার কোনও অর্থ রয়েছে।”