দু’বছর পর ফের আজ নীতি আয়োগ এর বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে যোগ দিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হওয়ার পাশাপাশি কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধেও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারে দিল্লিতে রওনা হবার আগে তিনি জানিয়ে দিয়েছেন ভয়েস রেকর্ডিং না করতে দিলে প্রতিবাদ করে বেরিয়ে চলে আসবেন। যদিও সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে নীতি আয়োগের বৈঠকে বলার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী কী কী বিষয় তুলে ধরবেন?
গঙ্গা ভাঙ্গন রোধে বিশেষ আর্থিক প্যাকেজ, ( মালদা ও মুর্শিদাবাদের ভয়ঙ্কর রূপ নিচ্ছে, এলাকার নাম ধরে তা উল্লেখ। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন তাও বলা হবে। <span;>বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সুন্দরবন অঞ্চল-সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বাঁধ নির্মাণের জন্য স্থায়ী পরিকল্পনা ও তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রের কাছে ফের অর্থের দাবি। ফারাক্কা ব্যারেজ ও ডিভিসির একাধিক জলাধারের সংস্কার সাধন ও তা তড়িঘড়ি করা। বৃষ্টি হলেই ঝাড়খণ্ড জল ছাড়ে। এর জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা। ১০০ দিনের গ্রামীণ প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-সহ যে যে প্রকল্পগুলিতে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে তা নিয়ে শেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার পর কেন্দ্র- রাজ্য সচিব স্তরে বৈঠকের পর ও এখনও কোনও ইতিবাচক সাড়া নেই কেন্দ্রের। তা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে খবর নীতি আয়োগের বৈঠকে এই বিষয়গুলি তুলে ধরার পাশাপাশি এই প্রকল্পগুলি নিয়ে কত টাকা কেন্দ্র থেকে রাজ্য পায় তারও বিস্তারিত তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নীতি আয়োগ এর কাছে। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বাংলাকে কেন বঞ্চনা করা হলো তা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।