সন্দেশখালিতে প্রশাসনিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি (Mamata Banerjee) বিজেপির বিরুদ্ধে সন্দেশখালিতে টাকার বিনিময়ে অশান্তি সৃষ্টি তৈরি করার অভিযোগ করেন। সন্দেশখালিতে স্থানীয় মহিলাদের পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, বিজেপির টাকায় হাত দেবেন না। দুষ্টু লোক ডাকলে খবরদার যাবেন না।
সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটা কথা মনে রাখবেন। আমি কথা কম বলি। আমি আজেবাজে ভাষণ দিই না। কিন্তু আমি যেটুকু বলি, সেটুকু করি। আমি যেটা পারি না আমি সেটা বলি না। তার কারণ, কটূ কথা বলার, কুৎসা করার, মিথ্যে বলার অভ্যাসটা ছোটবেলা থেকে আমরা শিখিনি। তাই যেন ভবিষ্যতেও না হয়।’ বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সবাই ভালো থাকবেন। আর মিলে মিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা কেউ ডাকল আর চলে গেল সেটাও যাবেন না। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে… আমি জানি এখানে অনেক টাকার খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাঁওতা। মিথ্যা বেশি দিন চলে না। মিথ্যেটা একদিন প্রকাশ পেয়ে যায়।’
সন্দেশখালি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘আমি চাই, যা হয়েছে হয়েছে আমার মনে নেই। আমি ভুলে গেছি। বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন। ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংস দেব বলতেন ওরে টাকা মাটি, মাটি টাকা। এগুলো মানুষের টাকা নয়, এগুলো অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না।’
প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে বৈঠকের পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেখানে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন উঠছে তবে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুষ্টু লোক বলতে শুভেন্দু অধিকারীকে বোঝাতে চেয়েছেন? নাকি তাঁর নিশানায় অন্য কেউ। এই বিষয়টি পরিষ্কার না হওয়ার সন্দেশখালি জুড়ে বিভ্রান্তি ছড়িয়েছে।