আগামী সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১১ নভেম্বর অর্থাৎ সোমবার সন্ধ্যার সময় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) দার্জিলিং পৌঁছানোর কথা রয়েছে। পঞ্চায়েত দফতরের উদ্যোগে এবার প্রথম দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে। ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। ১৩ তারিখ দুপুর ৩টের সময় সেই মেলার উদ্বোধন করবেন মমতা (Mamata Banerjee)। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা মেলায় যোগ দেবেন বলে জানা গিয়েছে (Mamata Banerjee)।
১২ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ হল জিটিএ-এর সঙ্গে বৈঠক। বৃহস্পতিবার তাঁর শিলিগুড়িতে নামার কথা। বৃহস্পতিবার রাতে তিনি শিলিগুড়িতে থাকবেন। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি কলকাতা ফিরে আসবেন। কলকাতাতে ফিরে আসার পরেই তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। রাজারহাটে আদিবাসী ভবনে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মতিথির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নভেম্বরের ১৫-২১ তারিখ পর্যন্ত সব জেলাতেই পালিত হবে বীরসা মুন্ডা দিবস।
লোকসভা নির্বাচনে তৃণমূল দার্জিলিং কেন্দ্রে পরাজিত হয়েছে। লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম পাহাড় সফর। কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গেলেও তিনি পাহাড়ে যাননি। পাহাড়ে তিন পুরসভার বকেয়া নির্বাচনে তাঁর দলের অবস্থান নিয়েও এবার আলোচনা হতে পারে। অন্যদিকে দার্জিলিংয়ে সরস মেলা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই মেলার মাধ্যমে দেশ বিদেশের পর্যটকদের কাছে বাংলার হস্তশিল্প তুলে ধরার চেষ্টা করা হবে। মুখ্যমন্ত্রীর পাহাড় সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।