নিজস্ব প্রতিনিধি, হাওড়াঃ পূর্ব ঘোষণা মত শনিবার রাতের পরিবর্তে রবিবার সকালে বসবে মঙ্গলাহাট , সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছিল। সেইমতো আজ রবিবার বসল হাওড়ার মঙ্গলাহাট। ভোর ৪টে থেকে শুরু হয় হাট। হাট চলবে দুপুর ১২টা পর্যন্ত। এদিন থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হল।
দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর প্রথমে শনিবার রাত ৯ থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত হাট চালু করা হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের সেই হাটে অনেক দোকানদারই দোকান খোলেননি। কার্যত ফাঁকাই ছিল মঙ্গলাহাট। রাতের পরিবর্তে দিনে হাট বসানোর দাবি জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। এরপরই রবিবার সকালে হাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বভাবতই প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি তাঁরা। ব্যবসায়ীরা যাতে কোভিড বিধি মেনে ব্যবসা করেন পুলিশ প্রশাসনের তরফ থেকে এদিন মাইকে প্রচার করা হয়।