২৬ ডিসেম্বর রাতে দিল্লির AIIMS হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh Death)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে পৌঁছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান। মনমোহন সিংয়ের মৃত্যুতে তার পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন কেসি বেণুগোপাল সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা।
Paid tributes to Dr. Manmohan Singh Ji at his residence. India will forever remember his contribution to our nation. pic.twitter.com/nnNZjiSowN
— Narendra Modi (@narendramodi) December 27, 2024
বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির এইমস-এ ৯২ বছর বয়সে প্রয়াত হলেন মনমোহন সিং (Manmohan Singh Death)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি হঠাৎ বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন, যার পরে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ সাধারণের দর্শনের জন্য দিল্লির সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) সদর দফতরে রাখা হবে। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে শেষ দর্শন হবে।
India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji. Rising from humble origins, he rose to become a respected economist. He served in various government positions as well, including as Finance Minister, leaving a strong imprint on our economic… pic.twitter.com/clW00Yv6oP
— Narendra Modi (@narendramodi) December 26, 2024
রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সহ দলের সমস্ত নেতারা এআইসিসি অফিসে প্রাক্তন প্রধানমন্ত্রীর (Manmohan Singh Death) প্রতি শ্রদ্ধা জানাবেন, তারপরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। ১৯৯১ সালে ভারতের অর্থমন্ত্রী হিসাবে অর্থনৈতিক উদারীকরণ সংস্কারের সূচনা করার জন্য বিখ্যাত সিংকে রাজঘাটের কাছে দাহ করা হবে, যেখানে প্রধানমন্ত্রীদের সমাহিত করা হয়।
The passing away of Dr. Manmohan Singh Ji is deeply saddening. I extend my condolences to his family and admirers.https://t.co/6YhbaT99dq
— Narendra Modi (@narendramodi) December 27, 2024
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh Death) মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ভারত তার অন্যতম বিশিষ্ট নেতার মৃত্যুতে শোকাহত।
মনমোহন সিং ১৯৩২ সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। অর্থনীতিবিদ হওয়ার পাশাপাশি মনমোহন সিং ১৯৮২-৮৫ সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০৪-১৪ পর্যন্ত ভারতের ১৩ তম প্রধানমন্ত্রী ছিলেন এবং জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধীর পরে দীর্ঘতম দায়িত্ব পালন করেছিলেন।