Manmohan Singh Funeral: পঞ্চভূতে বিলীন হল মনমোহন সিং-এর পার্থিব শরীর, পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে শেষ বিদায়

দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শেষকৃত্য (Manmohan Singh Funeral) সম্পন্ন হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং অন্যান্যরা শেষকৃত্যে উপস্থিত ছিলেন। এর আগে, নয়াদিল্লিতে তাঁর বাসভবনে শ্রদ্ধা জানানোর পর তাঁর দেহ কংগ্রেস দফতরে নিয়ে আসা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্ত্রী গুরশরণ কৌর ও তাঁর মেয়ে দমন সিং এআইসিসি সদর দফতরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান।

মনমোহন সিং-এর দেহ (Manmohan Singh Funeral) কংগ্রেস সদর দফতর থেকে নিগমবোধ ঘাটের উদ্দেশ্যে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ শেষ যাত্রায় সামিল হন। পরিবারের সদস্যের সঙ্গে সেনাবাহিনীর গাড়িতে বসেছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী ছাড়াও অন্যান্য কংগ্রেস নেতা এবং মনমোহন সিংয়ের পরিবারের সদস্যরা অন্য একটি ট্রাকে নিগম ঘাটে পৌঁছন।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর দিল্লির এইমস হাসপাতালে ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে পরিচিত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর শনিবার (২৮ ডিসেম্বর) শেষকৃত্য (Manmohan Singh Funeral) সম্পন্ন হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর মুখাগ্নি করেন তার কন্যা।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, কংগ্রেস সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সিংকে শেষ শ্রদ্ধা (Manmohan Singh Funeral) জানান।