খবরএইসময়,নিউজ ডেস্কঃকনফুসিয়াসের দেশ চিনের উহান শহর থেকে বিশ্বজুড়ে দাপট দেখিয়ে বিধ্বংসী হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস(Covid-19)। এই ভাইরাসের সংক্রমণের থেকে রেহাই পেতে সারা দেশজুড়ে চলছে লকডাউন।গৃহবন্দী মানুষজনেদের মুখে ব্যবহার করতে হচ্ছে মাস্ক।দেশজুড়ে মানুষ রয়েছে আতঙ্কে। এরই মধ্যে উপগ্রহচিত্রে দেখা গেল মাস্কে মুখ ঢাকা এক ১.২ মাইল চওড়া উল্কাপিণ্ড। যা কিনা পৃথিবীর দিকে তীব্র গতিতে ছুটে আসছে ।
তবে কি করোনা সংক্রমণ এড়াতে এবার মহাকাশে ছুটে চলা উল্কার মুখেও মাস্ক উঠল ? না ।আসলে ঘণ্টায় ১৯ হাজার কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডের যে ছবি পাওয়া গিয়েছে, তাতে তার চেহারায় যেন তেমনই ইঙ্গিত মিলেছে।মহাকাশবিজ্ঞানীদের সূত্রে জানা গিয়েছে, ওই উল্কাপিণ্ডের কোড নাম 52768, এবং তা এর আগে ১৯৯৮ সালে শেষ বার তাঁদের নজরে ধরা পড়েছিল।

তবে ভবিষ্যতে যে তা পৃথিবীর বুকে আছড়ে পড়বে না, তেমন নিশ্চয়তা দিতে পারেনি নাসা। এই কারণে উল্কাটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্কার আকার ৫০০ ফিটের অধিক এবং তা পৃথিবীর কক্ষপথ থেকে ৭৫ লাখ কিমি দূরে অবস্থানের কারণে বিপজ্জনক তালিকায় রয়েছে। নাসার মতে, ২০৭৯ সালে নীল গ্রহের থেকে বর্তমানের চেয়েও সাড়ে তিন গুণ কাছে উড়ে আসবে মাস্ক পরা উল্কাপিণ্ড।