খবরএইসময়,নিউজ ডেস্কঃকনফুসিয়াসের দেশ চিনের উহান শহর থেকে বিশ্বজুড়ে দাপট দেখিয়ে বিধ্বংসী হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস(Covid-19)। এই ভাইরাসের সংক্রমণের থেকে রেহাই পেতে সারা দেশজুড়ে চলছে লকডাউন।গৃহবন্দী মানুষজনেদের মুখে ব্যবহার করতে হচ্ছে মাস্ক।দেশজুড়ে মানুষ রয়েছে আতঙ্কে। এরই মধ্যে উপগ্রহচিত্রে দেখা গেল মাস্কে মুখ ঢাকা এক ১.২ মাইল চওড়া উল্কাপিণ্ড। যা কিনা পৃথিবীর দিকে তীব্র গতিতে ছুটে আসছে ।
তবে কি করোনা সংক্রমণ এড়াতে এবার মহাকাশে ছুটে চলা উল্কার মুখেও মাস্ক উঠল ? না ।আসলে ঘণ্টায় ১৯ হাজার কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ডের যে ছবি পাওয়া গিয়েছে, তাতে তার চেহারায় যেন তেমনই ইঙ্গিত মিলেছে।মহাকাশবিজ্ঞানীদের সূত্রে জানা গিয়েছে, ওই উল্কাপিণ্ডের কোড নাম 52768, এবং তা এর আগে ১৯৯৮ সালে শেষ বার তাঁদের নজরে ধরা পড়েছিল।
নাসা জানিয়েছে, আগামী ২৯ এপ্রিল পৃথিবী ঘেঁষে উড়ে যাবে মাস্ক পরা উল্কাপিণ্ড। পৃথিবী থেকে তার দূরত্ব থাকবে প্রায় ৩৯ লাখ কিমি। জানা গিয়েছে, উল্কার বড় আকার হওয়ার কারণে পৃথিবীর উপরে তার বাহ্যিক প্রভাব অনুভব করা যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, উল্কার সামনের অংশে পাহাড়চুড়োর মতো উঁচু রেখা রয়েছে, যার কারণে মাস্ক পরা মুখের আদলের সঙ্গে সাদৃশ্য রয়েছে বলে দৃষ্টিবিভ্রম হয়।নাসার ‘সেন্টার ফর নিয়ার আর্থ স্টাডিজ’ জানিয়েছে, বুধবার সকাল ৫.৫৬ মিনিটে (আমেরিকার ইস্টার্ন টাইম অনুসারে) পৃথিবী ঘেঁষে উড়ে যাবে মাস্কমুখো উল্কাপিণ্ড। পৃথিবীর সঙ্গে তার সংঘর্ষের সম্ভাবনা ক্ষীণ, জানিয়েছে নাসা।
তবে ভবিষ্যতে যে তা পৃথিবীর বুকে আছড়ে পড়বে না, তেমন নিশ্চয়তা দিতে পারেনি নাসা। এই কারণে উল্কাটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্কার আকার ৫০০ ফিটের অধিক এবং তা পৃথিবীর কক্ষপথ থেকে ৭৫ লাখ কিমি দূরে অবস্থানের কারণে বিপজ্জনক তালিকায় রয়েছে। নাসার মতে, ২০৭৯ সালে নীল গ্রহের থেকে বর্তমানের চেয়েও সাড়ে তিন গুণ কাছে উড়ে আসবে মাস্ক পরা উল্কাপিণ্ড।