সমীর সাহা, নদিয়াঃ জামাইয়ের বিবাহ বহির্ভুত সম্পর্কের প্রতিবাদ করায় রাতের রাস্তায় শ্বশুরকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করলো জামাই। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নিকুঞ্জপুর বাজারে। নিহতের নাম মিন্টু দাস (৫০)। বাড়ি ওই গ্রামে। ঘটনার জেরে এদিন রাতেই অভিযুক্ত জামাই তাপসের বাড়িতে ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত জামাই পলাতক। রাতে দমকল ও পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জানা গিয়েছে, সম্প্রতি তাপস বিবাহবহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়ায় তার প্রতিবাদ করেছিলেন মিন্টু দাস। আর এর পরই বৃহস্পতিবার সন্ধ্যায় নিকুঞ্জপুর বাজারে মাসতুতো শ্বশুরকে ছুরি দিয়ে আঘাত করে জামাই তাপস। আশঙ্কাজনক অবস্থায় শ্বশুর মিন্টু দাসকে শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রাতের রাস্তা হলেও লোকজনের সামনেই এমন হিংসার ঘটনা ঘটে। অবশ্য তারপর থেকে অভিযুক্ত তাপস পলাতক। অভিযুক্তের খোঁজে শান্তিপুর থানার পুলিশ।
