নিজস্ব সংবাদদাতা,হাওড়া: রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী ও তৃণমূলের হাওড়া (শহর) জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা রবিবার থেকে ফের সপরিবারে হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করলেন। এদিন নিজেই মন্ত্রী এই খবর জানান। বড় ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে৷ তারপরই তাঁর পরিবার এই সিদ্ধান্ত নেন৷
তিনি জানান, আগেই করোনা আক্রান্ত হলেও শুক্রবার তাঁর স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। ওই দিনই তাঁদের হোম আইসোলেশন পর্ব শেষ হয়। এরপর শনিবার তাঁর ও বড় ছেলের করোনা পরীক্ষা করা হয়। এদিন তাঁর বড় ছেলের সেই রিপোর্ট পাজিটিভ আসে। এরপর তাঁরা ফের সপরিবারে হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করলেন।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লা। মন্ত্রী নিজেই একথা জানিয়েছিলেন। স্মিতাদেবী বর্তমানে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত রয়েছেন।
এর পাশাপাশি তিনি জাতীয় স্বাস্থ্য মিশনে প্রোগ্রাম অফিসারের দায়িত্বেও রয়েছেন বলে জানা গিয়েছে। স্মিতাদেবীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে লক্ষ্মীরতন জানান। এরপরই থেকেই তাঁরা হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সময় মন্ত্রীর বাড়ি হাওড়ার ৬ নম্বর ওয়ার্ডে হাওড়া পুরনিগমের পক্ষ থেকে এলাকাটি স্যানিটাইজ করা হয়।