খবর এইসময়, কলকাতাঃ দুর্গাপুজোর শুভেচ্ছা জানানোর অপরাধে আবারও ধর্মীয় মৌলবাদীদের নিশানায় জনপ্রিয় টলিউড তারকা মীর আফসার আলি ওরফে মীর। এবার তাঁর ‘অপরাধ’ হচ্ছে দুর্গাপুজোর জন্য আগাম শুভেচ্ছা জানানো। আর তাতেই ক্রুব্ধ হয়েছেন ধর্মপ্রাণ মুসলিম এবং অমুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ। মুসলিম পরিবারের সন্তান হয়ে মীরের নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
ঘটনার সূত্রপাত বুধবার মীরের করা একটি ফেসবুক পোস্ট ঘিরে। ওই দিন রাতের দিকে নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করেন মির। ধুতি-পাঞ্জাবী পরিহীত অবস্থায় তাঁকে গাতে একটি কাঁসর নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মা আসছেন…।” একটি বাংলা টেলিভিশন চ্যানেলের প্রচারের জন্য ওই ছবি তোলা হয়েছে বলেও জানান মীর।
……………………..Advertisement………………….
এরপরে ওই ফেসবুক পোস্টের কমেন্টে শুরু হয় সমালোচনা। একজন লেখেন, “কিছু ধর্মীয় বাধানিষেধ আছে ইসলাম ধর্মে। যা মুসলিম হিসেবে মেনে চলা উচিত। মীর সাহেব আপনার বাবা মায়ের নিকট হতে জেনে নেবেন। মা আসছেন কাঁসর বাজিয়ে আগমনীর জানান দেওয়া আপনার নিকট হতে জানতে একটু দৃষ্টিকটু ও শ্রুতিকটুও বটে!” একই সঙ্গে অনেকেই তাঁর মীরের প্রতি ঘৃণা ছুঁড়ে দিয়েছেন। অনেকে আবার এমনও বলেছে যে নিজের পেশার স্বার্থে মীর পুজোর প্রচার করছেন বাধ্য হয়ে।
এমন অবশ্য নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে মীরের নানাবিধ ফেসবুক পোস্ট নিয়ে হয়েছে সমালোচনা। যদিও সেগুলিকে গুরুত্ব দেননি এই তারকা ব্যক্তি। তাছিল্যের সঙ্গে সবই উড়িয়ে দিয়েছেন। বহু মানুষ মীরের পাশে দাঁড়িয়েছেন। ওই কমেন্ট বক্সেও মীরের সমালোচকদের জবাব দিয়েছেন তাঁর অনুগামীরা।
এই বিতর্ক যে শুরু হবে তা অনেকেই বুঝতে পেরেছিলেন। সেই ধরণের কমেন্টও দেখা গিয়েছে। একজন কমেন্টে লিখেছেন, “মীরদা’কে কী গালাগাল দেওয়া শুরু হয়ে গিয়েছে? আমি কী দেরি করে ফেলেছি আসতে?” একই সঙ্গে অনেকে আবার সমালোচকদের কটাক্ষ করে লিখেছেন, “হতাশ। কোনও খিস্তি নেই।”