চুঁচুড়া: লোকসভা নির্বাচনের ফল ভালো না হওয়ায় নিয়ম করে মানুষের দুয়ারে হাজির হচ্ছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (MLA Asit Majumder) । অন্যদিন গুলির মতো বৃহস্পতিবার সকালে জনসংযোগ সারেন তিনি। আর তার মাঝেই বিপত্তি। নর্দমায় পড়ে পায়ে চিড় ধরল বিধায়কের।
এদিন সকালে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের সমস্যার কথা শুনছিলেন বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল কলাবাজার এলাকায় আসতে হঠাৎ স্ল্যাব ভেঙে পা ঢুকে যায় নর্দমায়। নিরাপত্তারক্ষী ও দলীয়কর্মীরা সামলে নিলেও পায়ে লাগে চোট। ফুলে যাওয়া পা নিয়েও জনসংযোগের চেষ্টা করলে তা আর সম্ভব হয়নি। জনসংযোগ মাঝপথে বন্ধ রেখে চিকিৎসকে শরণাপন্ন হন বিধায়ক। ব্যান্ডেলে অর্থপেডিক চিকিৎসক বিধায়কের পায়ে চিড় ধরার কারণে একমাস বিশ্রামের পরামর্শ দেন।
প্রসঙ্গত আগেও ওই অঞ্চলে বেআইনি জলের সংযোগ আছে বলে অভিযোগ ওঠে। বিধায়ক নিজেও স্বীকার করেন জল চুরি হওয়ার কথা। তিনি আরও বলেন দুটি পাম্প ইতিমধ্যে আটক করা হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।