দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) মা। বুধবার রাতে নিজের বাড়িতে মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) বৃহস্পতিবার প্যারোলে মুক্তির আবেদন করেন। সেই আবেদন (Arpita Mukherjee) মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে ২৩ জুলাই অর্পিতা মুখোপাধ্যায় ফ্ল্যাটে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়। তারপরেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। বার বার মায়ের অসুস্থতার খবর দিয়ে আদালতে জামিনের আবেদন করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু প্রতিবার তাঁর আবেদন খারিজ হয়ে যায়। অন্যদিকে, মেয়ের বাড়িতে আসার অপেক্ষায় দিন গুনতেন মা। প্রতিবেশীদের তিনি সেই কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মা-মেয়ের সাক্ষাৎ হলো না। মেয়ের সঙ্গে সাক্ষাতের অপেক্ষাতেই মায়ের মৃত্যু হল। জেলে মাঝে মধ্যে ফোনে মা-মেয়ের কথা হতো। মায়ের মৃত্যুতে পাঁচ দিনের মুক্তি মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়। পাঁচ দিনের জন্য তিনি বাড়িতে থাকবেন বলে জানা গিয়েছে।
অর্পিতা মুখোপাধ্যায়ের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়েরও গত দুই বছরে জামিন হয়নি। তবে বুধবার জামিনে মুক্তি হল না পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায় সহ চার জন অভিযুক্তের জামিন নিয়ে দুই বিচারপতির মতানৈক্য দেখা যায়। যার জেরে মামলা প্রধান বিচারপতির কাছে গিয়ে পৌঁছেছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হবে কি না, তা তৃতীয় বেঞ্চ সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে হানা দিয়ে ব্যাপক অঙ্কের নগদ অর্থ উদ্ধার করে। অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি। টালিগঞ্জের ডায়মন্ড সিটির আবাসন থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই বিপুল অঙ্কের অর্থের সঙ্গে সঙ্গে প্রচুর বিদেশি মুদ্রা ও সোনার গয়নাও উদ্ধার করা হয়। এরপরেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। অন্যদিকে, ২০২২ সালের ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি।